Saturday, 11 July 2020

সত্যনারায়ণ.বেদবানী। (১/৩৫৭)

সত্যনারায়ণ
শ্রী শ্রী রামঠাকুর। 

সত্যনারায়ণের সেবা করিতে ধন জন বৈভব কিছুই লাগে না,তার কারণ সত্যের অংশ নাই,কম্প নাই। এবং সত্যের সাহায্য ভিন্ন কাহারো কিছু কোন কার্য্য কর্ম্ম করিতেও পারে না,সত্য কোনরূপে কোন লোককে ত্যাগ করেন না। অহংকারের ঘেরায় আবদ্ধ হইয়া মন বুদ্ধির জরা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া সত্যকে ভুলিয়া গিয়া ক্ষয় সীমাবদ্ধ বস্তুর কর্ত্তাভিমানে পড়িয়া থাকে।মনের কিছুই ক্ষমতা নাই জানিবে।সত্যের অধীন হইয়া সত্যের সেবা করিয়া মন বুদ্ধি অহংকার বিয়োগ করিয়া অখণ্ড সত্যলাভ করা যায়।
বেদবানী। (১/৩৫৭)

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.