"এই যে জন্ম, মৃত্যু, বিবাহ, ইহা ভবিতব্য, সংস্কার ছাড়বার যো নাই ।যার যেখানে যে যে অবস্থায় উহা সংঘটন হইবে তার সেইখানেই ঘটিবে সংশয় নাই ।এই জন্য চিন্তা ভাবনা না করিয়া সত্যের সেবা করিতে থাকুন, সত্যই সকল ঋণ (পাশ) মুক্ত করিয়া পরমানন্দ শান্তিধাম মুক্ত করিয়া দিবেন ।জীবের জন্য ফলাফল যোগাযোগ সৃষ্টি করে নাই ।কর্ম করিবারই অধিকার ।ফলদাতা সত্যনারায়ন ।সত্যনারায়নের সেবা করিতে থাকুন ।সত্যই মঙ্গল করিবেন ।"
শ্রীশ্রী রাম ঠাকুর



।। বেদবাণী ।। ৩ /১৪
এই যে জন্ম, মৃত্যু, বিবাহ, ইহা ভবিতব্য, সংস্কার ছাড়বার যো নাই
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
April 02, 2024
Rating:

No comments: