শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণীসমূহের ভিডিও সংকলন।


জয়রাম জয় গোবিন্দ 🙏🙏

বিদ্যা সকল অবিদ্যায় আচ্ছন্ন, বিদ্যার গৌরব মলিন। সত্যের মলিনত্ব নাই। নীর্ম্মল। আমি কর্ত্তৃত্বাভিমানে যাহা পাই তাহা ভাগ্যের ফলে অসম্পূর্ণই হয়।
সত্যনারায়ণের ভাগ্য থাকে না , ফলাফলও থাকে না । তাহাকে প্রাপ্ত বলে অর্থাৎ প্রসাদ বলে। তাহা ক্ষণমপিও ইন্দ্রিয় হইতে বিয়োগ হয় না। চাইতে গিয়াই তাহাকে হারাইয়াছি। সত্যকে পাইতেছি না। ভাগ্য ভগবান, তিনি খন্ড যুগে অখন্ডভাবে পূর্ণ, আমি খন্ড খন্ডাংশ ভাবে খন্ডিত। অতএব আমি অভাব ।

🙏🌺🙏 বেদবাণী ২য় খন্ড ৬১ নং পত্রাংশ 🙏🌺🙏



সংসার মায়াময় ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য্য লাভেও পরিতৃপ্ত হয় না। পতিব্রত ধর্ম্ম ত্যাগ করিয়া কর্ম্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যা জগতে প্রচার থাকে। যাই হউক ঐহিকের সুখ যাহা কর্ম্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকাবৎ, ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। অগ্রে বিষমিব পরিণামে অমৃতোপম এই সুখ সাত্ত্বিক জানিবেন। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্নদশার গৌরব বাড়াইতে নাই।
বেদবাণী প্রথম খণ্ড - ২৬নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব —



স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায়ই অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে। এইরূপ করিতে
করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে।

সর্ব্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়।

বেদবাণী প্রথম খণ্ড - ২৩ এবং ২৪নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব







শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণীসমূহের ভিডিও সংকলন। শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণীসমূহের ভিডিও সংকলন। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on July 01, 2020 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.