মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো।..জয় রাম জয় গোবিন্দ গুরুই কৃপাহি্ কেবলম্

 প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।


নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়। নাম হয় না।
কি নাম দিলেন?ঠাকুর বলিলেন – তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি,
নাম দেই নাই। মাতৃজঠরেও নাম শুনাইছিলাম। প্রকৃতির
রাজ্যে আইস্যা ভুইলা গেছ। পুনরায় নাম স্মরণ করাইয়া
দিছি। নাম করে শিবরুপী প্রাণে।
নাম আবরনহীন।

তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম
হয়। নাম শুনতে মন লাগে না। মন যেইখানে ইচ্ছা ঘুইরা
বেড়াক। তুমি নাম শুনার জন্য চেষ্টা করবা। মনের দিকে
লক্ষ্য রাখবা না। লক্ষ্য রাখবা নামের দিকে।

মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন
ফিরা আবার নিজের জায়গায় আসবো। ফিরা আইসা তুমি
যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সৰ্ব্বদা
নাম শুনবার জন্য অভ্যাস কর। .







লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে । ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না । ( ভাগ্যং ফলতি সর্ব্বত্র) ।
🙏🌺🙏 বেদবাণী ২য় খন্ড ৫৪ নং পত্রাংশ 🙏🌺🙏
All
ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ, নামেই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না। বেদপুরাণগত সুখদুঃখও থাকে না। সর্ব্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তি নামের রুচি প্রদান করিয়া থাকেন। কর্ত্তাভিমানীর কর্ম্মাদির দ্বারা যাহা কিছু সুখ দুঃখাদি লাভ হয় তাহা সকলি অস্থায়ী, ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্ব্বদা নাম করিবেন, মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না, নামেই আপনাকে এই সুখ দুঃখ সংসার সাগরের তরঙ্গ হইতে উদ্ধার করিবেন।
বেদবাণী-- ২য় খন্ড/২
May be an image of 1 person, temple and text that says "জয় রাম"
All reactio
মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো।..জয় রাম জয় গোবিন্দ গুরুই কৃপাহি্ কেবলম্ মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো।..জয় রাম জয় গোবিন্দ গুরুই কৃপাহি্ কেবলম্ Reviewed by srisriramthakurfbpage on May 23, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.