ভাগ্যং ফলতি সর্ব্বত্র। জননী জন্মভূমি স্বর্গ হইতেও শ্রেষ্ঠ। ভয় শোকে [কাতর] হইয়া পালাবার স্থান একমাত্র সত্য বই আর নাই। সকল লোকেই মরভূমের অধীন।সত্যই মরভূমের অতীত জানিবেন। অতএব সত্য আশ্রয় করিয়া থাকিতে চেষ্টা করাই জীবের স্বধর্ম্ম।
--- শ্রীশ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড (২০৭)
No comments:
Post a Comment