সত্যনারায়ণ সম্পর্কেঃ
"সত্যং পরম্ ধীমহি"--সত্যস্বরুপ পরমেশ্বরকে ধ্যান করি। সত্যই ভগবান। নারায়ণ-অর্থে নরের আশ্রয়। সত্যনারায়ণ সর্ব্বব্যাপী সর্ব্বভূতে বিরাজিত। তাঁর নিজের কোন বিশিষ্ট রুপ নেই, নামও নেই, অথচ এই জগৎময় সকল রুপই তাঁর রুপ, সব নামই তাঁর নাম। তিনি সব রুপ মিলাইয়া আপনি হইলেন নিরাকার---অপরুপ। তিনিই বিশ্বব্যাপী জীবের অচ্যুত সখা।"
শ্রীশ্রীকৈবল্যনাথ স্মরণে,
ডাঃখগেন্দ্রনাথ গুপ্ত।
No comments:
Post a Comment