গুরু কৃপাহি কেবলম্....
ঠাকুর বলেন....চিন্তায় কার্য্যে....শ্বাস....প্রশ্বাসে স্থির ভাব অবলম্বন পরিয়া পতিব্রতা বা ভগবন্নিষ্ঠ হইলে মন শুচি হয়.....ঠাকুর আরও সহজ করে বলেন.....শ্রীভগবান বহির্মুখ জীবের ইন্দ্রিয়শক্তি বাহিরের দিকে রাখিয়াছেন....সেইজন্য তাহারা বাহিরের রঙই দেখে.....অন্তরের খবর পায় না.....তাহারা ভগবানকে ভুলিয়া তাহার মায়ায় মুগ্ধ হইয়া অহঙ্কার ,অভিমান বশে নিজ সুখ সচ্ছন্দতার অনুকূলে জগৎ দেখিয়া থাকে....আবার ভগবান জগতের প্রতিবস্ততে ছড়াইয়া থাকিলেও যে দৃষ্টিতে তাঁহাকে কুড়াইয়া লওয়া যায়.....সে দৃষ্টিতে বিহির্মুখ জীব চির বঞ্চিত....একমাত্র যাহারা ভগবানের চরণে শরণাগত হয়....ভগবান কৃপা করিয়া তাহাদের বর্হিদৃষ্টি ফিরাইয়া অন্তর্দৃষ্টি করেন.....
জয়গোপাল জয়রাম....
ভগবান কৃপা করিয়া তাহাদের বর্হিদৃষ্টি ফিরাইয়া অন্তর্দৃষ্টি করেন.....
Reviewed by srisriramthakurfbpage
on
May 24, 2023
Rating:
No comments: