কুঞ্জবাবুর যে বাড়ীতে সত্যনারায়ণের আবির্ভাব হয়, ঠাকুর তখন সে বাড়ীতেই থাকিতেন ।

 ওঁ শ্রীশ্রী সত্যনারায়ণায় নমঃ

একথা সকলেই জানেন যে কুঞ্জবাবু ছিলেন
ভোলা গিরি মহারাজের আশ্রিত,


কিন্তু তিনি ঠাকুরকেও খুব ভালবাসিতেন এবং
ভক্তি শ্রদ্ধা করিতেন।
কুঞ্জবাবুর যে বাড়ীতে সত্যনারায়ণের আবির্ভাব হয়,
ঠাকুর তখন সে বাড়ীতেই থাকিতেন ।
কুঞ্জবাবুর ৮/৯ বছরের মেয়েটি রোজ ভোরে উঠিয়া ফুল
তুলিত এবং ঠাকুর বেড়াইয়া ফিরিলে সেই ফুলের মালা
তাঁহাকে পরাইয়া দিত ।
হঠাৎ খুকী খুব অসুস্থ হইয়া পড়িল ।
এ সংবাদ ঠাকুরকে দেওয়া হইলে ঠাকুর বলিলেন, “খুকী
যদি আপনাদের জিনিষ হয় তাহা হইলে
নিশ্চয়ই থাকিবে,
নচেৎ শত চেষ্টায়ও ধরিয়া রাখিতে পারিবেন না ।”
আশ্চর্য্যের বিষয় খুকীর যখন অন্তিম সময় উপস্থিত তখন
সে বাবা মাকে বলিল,
“তোমরা দুইজন আমাকে শক্ত করিয়া ধর।”
তাহারাও খুকীর কথামত খুকীকে শক্ত করিয়া ধরিলেন
এবং সে অবস্থায়ই তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল ।
ঠাকুরকে খুকীর মৃত্যু সংবাদ দিলে ঠাকুর বলিলেন,-
আমিতো পূর্বেই বলিয়াছি,
খুকী যদি আপনাদের জিনিষই হইত তাহলে
নিশ্চয়ই থাকিত।
ধইরা তো রাখছিলেন,
কিন্তু রাখতে তো পারলেন না ।
সে যথাস্থানে চলিয়া গিয়াছে ।
তাহার জন্য আর শোক করিবেন না।”
শ্রী গৌরীপ্রসাদ চক্রবর্ত্তী ।
শ্রীশ্রী রামঠাকুর।
পৃষ্ঠা সংখ্যা ৪৭ হইতে।

কুঞ্জবাবুর যে বাড়ীতে সত্যনারায়ণের আবির্ভাব হয়, ঠাকুর তখন সে বাড়ীতেই থাকিতেন । কুঞ্জবাবুর যে বাড়ীতে সত্যনারায়ণের আবির্ভাব হয়, ঠাকুর তখন সে বাড়ীতেই থাকিতেন । Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on May 24, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.