Sunday, 20 August 2023

শ্রীশ্রীঠাকুরের সহিত শ্রীঁফণীন্দ্রকুমার মালাকারের পিতৃদেবের কথোপকথন।

শ্রীশ্রীঠাকুরের সহিত শ্রীঁফণীন্দ্রকুমার মালাকারের পিতৃদেবের কথোপকথন।




আপনে জীবনে অন্নদান, বস্ত্রদান, গরীব দুঃখীরে সাহায্য দান, পুষ্করিণী খনন, রাস্তা উৎসর্গীকরণ, নানা পূজা, দোলোৎসবাদী বহু কিছু করছেন। এত কিছু কইরা লাভ কি হইল, আমি কিছু দেখি না। দানাদি কর্মফলে স্বর্গভোগ প্রাপ্তি ঘটে। স্বর্গভোগ অন্তে পুনরায় এই মরভূমে আসতে হয়।
সকল রকম দানাদি কর্মের ফল আছে। বিষয় আসক্তি দান কর্মের ফল গজায় না। কর্মের ফল যদি না থাকে তবে কর্মফল ভোগও থাকে না। কর্মফল ভোগ না থাকলে কর্মপাশও থাকে না।
কর্মপাশ মুক্ত হয়। কর্মুপাশ মুক্ত হইলে ব্রজ-বিদেহী লাভ হয়। তখন পতিব্রতাশক্তি জাগরিত হয়। এই শক্তিরে দশ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, প্রলুব্ধ করতে পারে না বইলাই নামে প্রেম যোগ হয়।
গতাগতিও শেষ হয়। এইটাই মানব জন্মের চরম সার্থকথা।
আপনে সকল বিষয় থাইকা আসক্তি নিয়া আইসা শ্রীভগবানেরে দান করেন.........ভগবান আপনেগ মঙ্গল করেন।
জয় গোবিন্দ।

শ্রীশ্রীঠাকুরের সহিত শ্রীঁফণীন্দ্রকুমার মালাকারের পিতৃদেবের কথোপকথন।

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.