যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন ।

 যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন । নাম করিতে কোন সময় লাগে না । এই নামই মহানাম ।

এই নামের গুণে অশুচি শুচি হইয়া যায় ।🙏

শ্রীশ্রী রামঠাকুর ।
"আমি আপনাকে বলিয়াছিলাম , উপেন্দ্র বাবুর বাড়িতে গিয়া প্রসাদ পাইয়া বাড়ি যাইবেন । প্রসাদ না পাইয়া গেলে ফিরিয়া আসিতে হয় । আপনি স্টেশনে না পৌঁছিতে গাড়ি ছাড়িবে না।
আপনি আমার কথায় বিশ্বাস রাখিতে না পারিয়া ষ্টেশনে চলিয়া গেলেন।
বাড়ি যাওয়া আর হইল না , ফিরিয়া আসিতে হইল ।
আপনার বড়দা তাহারা আমার নিকট হইতে নাম পাইতে আসিয়াছেন ।
আপনি তাহাদিগকে বারান্দায় রাখিয়া আসিলেন কেন ?
তাহাদিগকে ভিতরে নিয়া আসেন।"
আমি শ্রী ঠাকুরের আদেশ পাইয়া বড়দা তাহাদিগকে ভিতরে নিয়া আসিলাম । তাহারা শ্রীঠাকুরকে প্রণাম করিলেন।
ঠাকুর তাহাদিগকে নাম দিলেন ।
তাহাদিগকে নাম দেওয়ার পর ঠাকুর আমাকে বলিলেন ,
"উপেন্দ্রবাবুর বাড়িতে যাইয়া সকলে প্রসাদ পাইবেন ,
রাত্রে উপেন্দ্রবাবুর বাড়িতে থাকিবেন ,
পরদিন বাড়ি ফিরে যাবেন।"
আমরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া বাহিরে আসিয়া
উপেন্দ্র বাবুর বাড়ি গিয়া প্রসাদ পাইলাম রাত্রে উপেন্দ্র
বাবুর বাড়িতে ছিলাম । পরের দিন বাল্যভোগ প্রসাদ পাইয়া রওয়ানা হইলাম ডাকবাংলোতে ।
শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া সকলে বিদায় নিলাম।
ইহার পরে একবার আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়া চৌমুহনীতে ঠাকুর দর্শনে গেলাম । আমরা ভিতরে প্রবেশ করিয়া শ্রী ঠাকুরকে প্রণাম করলাম ।
তিনি আমার স্ত্রীকে নাম দিলেন ।ঠাকুর নাম দেওয়ার পর আমার স্ত্রীকে বলিলেন ,
"যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন‌।
নাম করিতে কোন সময় লাগে না।
এই নামই মহানাম।
এই নামের গুনে অশুচি শুচি হইয়া যায়।"
এই সকল বলার পর শ্রী ঠাকুর আমাকে বলিলেন ,
"আপনার স্ত্রীকে নিয়া উপেন্দ্র বাবুর বাড়িতে গিয়া প্রসাদ পাইয়া বৈকালের গাড়িতে বাড়ি ফিরে যাইবেন ।"
আমরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া উপেন্দ্র বাবুর বাড়িতে গেলাম । দ্বিপ্রহরে সেখানে প্রসাদ পাইলাম । আমরা বৈকালের গাড়িতে বাড়ি চলিয়া আসিলাম ।
জয় রাম ।
ড : খগেন্দ্রনাথ গুপ্ত ।
শ্রীশ্রী কৈবল্যনাথ স্মরণে ।
পৃষ্ঠা সংখ্যা ১২ হইতে ।

যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন । যখনই সময় পাইবেন ,   এই নাম জপ করিবেন । Reviewed by srisriramthakurfbpage on November 05, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.