শ্রীশ্রীঠাকুর মাত্র তিন দিন তিন রাত্রি স্থূলভাবে কৈবল্যধামে বাস করিয়াছিলেন ।

 শ্রীশ্রীঠাকুর মাত্র তিন দিন তিন রাত্রি স্থূলভাবে

কৈবল্যধামে বাস করিয়াছিলেন ।
আর কোন দিন শ্রীশ্রী ঠাকুর ঐ কৈবল্যধামে
স্থূল শরীরে প্রবেশ করেন নাই ।
জয় রাম। জয় গোবিন্দ।

শ্রীশ্রীঠাকুর মাত্র তিন দিন তিন রাত্রি স্থূলভাবে কৈবল্যধামে
বাস করিয়াছিলেন। পরদিন সকালে শ্রীঠাকুর চট্টগ্রামে বিধুদার বাসায় চলিয়া যান।
চাঁদপুরে ফিরিয়া আসিবার কয়েক দিন আমি পরে শুনিলাম শ্রীঠাকুর বলিয়াছেন ,
আর কোন দিন স্থূল শরীরে কৈবল্যধামে যাইবেন না।
এই সংবাদে আমি খুবই দুঃখিত হইলাম। গুরুভ্রাতাদের একান্ত ইচ্ছা , শ্রীঠাকুর নানা স্থানে না ঘুরিয়া কৈবল্যধামে বাস করিবেন। এবং সবাই সময়মত তাঁহার শ্রীচরণ দর্শন করিতে পারিবেন। এই আশা করিয়াই তাঁহারা সম্মিলিত চেষ্টায় এই কৈবল্যধামের নির্ম্মাণকার্য্য সমাধা করিয়াছেন।
১৫ /২০ দিন পরে শ্রীঠাকুর চাঁদপুরে আসিলে আমি
জিজ্ঞাসা করিয়াছিলাম ,
আপনি নাকি আর কৈবল্যধামে যাইবেন না?
শ্রীঠাকুর বলিলেন ,
যেমন বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়ান এখনও সেই রূপ ঘুরিয়া বেড়াইবেন।
আর কোন দিন শ্রীশ্রীঠাকুর ঐ কৈবল্যধামে স্থূল শরীরে প্রবেশ করেন নাই।
" জয়রাম "
শ্রী রোহিণী কুমার মজুমদার ।
" শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর "
পৃষ্টা সংখ্যা ১১৯ হইতে ।
শ্রীশ্রীঠাকুর মাত্র তিন দিন তিন রাত্রি স্থূলভাবে কৈবল্যধামে বাস করিয়াছিলেন । শ্রীশ্রীঠাকুর মাত্র তিন দিন তিন রাত্রি স্থূলভাবে   কৈবল্যধামে বাস করিয়াছিলেন ।  Reviewed by srisriramthakurfbpage on November 25, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.