বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তিই বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্বত্র, তাই শ্রুতি বাক্য। ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। ১/৫৩

  বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তিই বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্বত্র, তাই শ্রুতি বাক্য। ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। ১/৫৩




পাণিগ্রহণে সম্মত জেনে ঠাকুরও প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয়কে বীরেনবাবুর সঙ্গে বীণাদেবীর শুভ পরিণয় সম্পন্ন করানোর সব দায়িত্ব সমর্পণ করলেন।

বিবাহ সুসম্পন্ন হল। পদ্মপুকুর রোডে নবদম্পতির বাসাবাড়ীতে একদিন ঠাকুর এসে উপস্থিত হলেন। বীণাদেবী গৃহকর্মে বা রন্ধনকার্য্যে সুনিপুণা ছিলেন না। ঠাকুরমশাই তো শুধু পারত্রিক নয়-ঐহিকেরও বান্ধব। এই বিবাহ সংঘটনে তাঁর দায়িত্ব যে অনেক। বাজারে যাওয়ার আগে বীরেনবাবুকে বীরেনবাবুর প্রিয় তরকারি আনার নির্দেশ দিতেন। মোচা কুটে, রন্ধন প্রণালী বলে দিতেন বীণাদেবীকে। বীরেনবাবুর জলযোগের ব্যবস্থাতেও উভয়ের নিত্য আলোচনা হত। জননীর মত স্নেহে, শ্বভ্রমাতার মত মনের মত সৃগৃহিণীতে পরিণত করার দৃষ্টি নিয়ে ঠাকুরমশাইয়ের এই গার্হস্থ্য লীলার তুলনা নেই। একমাস ধরে চলল এই অনুশীলন পর্ব। এবার ঠাকুরমশাইয়ের বিদায় নেবার পালা। বীরেনবাবু ঠাকুরমশাইয়ের শ্রীচরণে লুটিয়ে পড়লেন বহুদিন তাঁর আদেশ পালন না করার অপরাধজনিত মার্জনা ভিক্ষা করলেন। ঠাকুর সস্ত্রীক বীরেনবাবুকে সস্নেহে আশ্বস্ত করলেন, "যে সময় বিবাহ নির্দিষ্ট তার একদিন আগে বা একদিন পরে হতে পারে না। কাল পূর্ণ না হলে কোন
কিছু ঘটে না।"
******************************



বিবাহ সম্পর্কে বেদবাণীতে ঠাকুরের পত্রাংশগুলি কী আলোকপাত করেছেন তা আমরা এখানে দেখতে চাই:
১। জন্ম, মৃত্যু, বিবাহ সকলি ভবিতব্য ঘটনা করিয়া থাকে। যণি দেশে, যদ্ ভাবে, যদ্ দণ্ডে যৎ সময়ে যাহার যাহা হইবে, তাহা তাহা ঘটিবে, কেহই ব্যতিক্রম করিতে পারে না। ১/৩৪৬

*******************************



২। ভবিতব্য প্রজাপতি নির্বন্ধন-যেখানে যাহার যে ভাবে সংঘটন ঘটে, সেই ভাবকেই প্রারব্ধ বলে। শাস্ত্র দেখিলে সকলি মানিতে হয়, না দেখিলে আলাদা কথা। ভবিতব্য যেখানে হইবে জন্ম, মৃত্যু, বিবাহ তাহা হইবেই। ইহার খণ্ডনকারী এই ত্রিজগতে কেহই নাই। ২/১৪২

*********************************************



৩। বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তিই বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্বত্র, তাই শ্রুতি বাক্য। ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। ১/৫৩


**************************************************



৪। ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্য হইতেই লোকে ফল পাইয়া থাকে। অতএব জন্ম, মৃত্যু, বিবাহ ইহার কর্তা ভবিতব্য জানিবে। যেখানে যে আচারে যাহা ঘটিবে তাহা সেই ভাবেই ভবিতব্য করিয়া থাকেন। ইহার ব্যতিক্রমের কাহারো শক্তি নাই। ১/৩৪৮








ঠাকুর
ভক্তপ্রসঙ্গে লীলালালিত্যে
চলমাম অংশ ৫৬,,,,,,।






বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তিই বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্বত্র, তাই শ্রুতি বাক্য। ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। ১/৫৩  বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তিই বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্বত্র, তাই শ্রুতি বাক্য। ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। ১/৫৩ Reviewed by srisriramthakurfbpage on March 16, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.