" সৃষ্টি--স্থিতি --প্রলয় কর্তা ,
একবার কোন এক বৃদ্ধা , তাঁহার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হইয়া গিয়াছে ।
তিনি শুনলেন ,পাশের বাড়িতে শ্রীশ্রী রামঠাকুর আসিয়াছেন ।
একথা শুনিয়া শ্রীঠাকুরের দর্শনার্থে ধীরে ধীরে ঐ বাড়িতে
যাইয়া উপস্তিত হইলেন ।
অন্তর্যামী শ্রীঠাকুর তাঁহার ব্যাকুল আগ্রহ দেখিয়া নিজের বুকের দিকে নির্দ্দেশ করিয়া বলিয়াছিলেন ,
" সৃষ্টি -স্থিতি- প্রলয় কর্তা ,
পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীশ্রী রাম ,
আপনার সম্মুখে দাঁড়াইয়া আছে , দেখেন । "ঐ বৃদ্ধা ভদ্রমহিলা গুরুর কৃপায় যে শ্রীরূপ
দর্শন করিয়াছিলেন ,
সেইরূপ সৌভাগ্যবান ভক্তের সংখা খুবই বিরল ।
গুরু দয়াল বসুরায়চৌধুরী ।
" শ্রীগুরুরামকৃপাহি কেবলম "
পৃষ্টা সংখ্যা ৬ হইতে ।
পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীশ্রী রাম , আপনার সম্মুখে দাঁড়াইয়া আছে , দেখেন "। : --- শ্রীশ্রী রাম ঠাকুর
Reviewed by srisriramthakurfbpage
on
March 16, 2024
Rating:
No comments: