" যান এবার থিকা স্ত্রীকেই গিয়া সেবা করেন , আপনার স্ত্রীর মধ্যেই আমি আছি " ।শ্রীশ্রীঠাকুর বলেন ,
রাম ঠাকুরের কথা ।
ভদ্রলোক টিকে দেখে ঠাকুর বললেন , -
আসেন, আমার দক্ষিণ হাতখানা স্পর্শ কইরা দাঁড়ান_,
দ্যাখেন আপনার পূর্বজন্মের কূকীর্তি ।"
এবার ভদ্রলোক চিৎকার করে বলতে লাগলেন ,
" ঠাকুর , আমি আর দেখতে পারছি না , এ যেন সমস্ত শরীরে আগুন জ্বলছে ।"
এবার ঠাকুর বললেন _,
" আজ থাইক্যা ১৪ জন্ম আগে , আজ যিনি আপনার স্ত্রী ,
আপনি তার প্রতিবেশী ছিলেন । এক খণ্ড জমির জন্য আপনাদের মধ্যে বিরোধ বাধে । একদিন গভীর রাতে আপনারা খেয়া নৌকায় নদী পার হইতেছিলেন _ ,তখন আপনে দেখলেন , যে নৌকা বাইতাছিল , সে আর আপনে ও আপনার প্রতিবেশী ছাড়া আর কেউই নৌকায় নাই ।
নৌকা যখন মাঝনদীতে আপনে হঠাৎ উইঠ্যা আপনার প্রতিবেশী ,_ এ জন্মে যিনি আপনার স্ত্রী ,_ তারে ধাক্কা দিয়া জলে ফেইল্যা দিছেন । আপনে দেখতে পাইতাছেন ?"
ভদ্রলোকটি আর্তকন্ঠে বললেন_,
" হ্যাঁ বাবা , দেখতে পাচ্ছি , আর দেখতে চাই না , আপনি আমাকে ক্ষমা করেন "।
ঠাকুর ভদ্রলোককে আরও বললেন _ ,
" এর পর ঐ রাত্রেই আপনে আপনার প্রতিবেশীর বাড়ীতে আগুন লাগাইয়া দেন এবং প্রতিবেশীর পরিবারের সবাই আগুনে পুইড়্যা মরে । এরপর থিকা আপনাদের বারবার জন্ম নিতে হইছে । কখনও আপনি স্ত্রী_ প্রতিবেশী স্বামী , কখনও বা প্রতিবেশী স্ত্রী _আপনি স্বামী ।
এই জন্মে আপনার সদগুরুর আশ্রয় লাভ হইছে বইল্যাই আপনার স্ত্রী বাক্যযন্ত্রণা দিয়াই আপনাকে রেহাই দিতাছে ,_
তা না হইলে আপনার মুখে ঝামা ঘইষ্যা দিত ।"
তারপর ঠাকুর ভদ্রলোককে আরও জোরে ধমক দিয়ে বললেন ,_
" যান এবার থিকা স্ত্রীকেই গিয়া সেবা করেন , আপনার স্ত্রীর মধ্যেই আমি আছি " ।
শ্রীশ্রীঠাকুর বলেন ,
প্রারব্ধভোগ সকলকেই ভুগতে হয় ,
কেবল নামেই কিছুটা প্রারব্ধ কাটে ।।।।।
-শ্রী শ্রী রাম ঠাকুর
" যান এবার থিকা স্ত্রীকেই গিয়া সেবা করেন , আপনার স্ত্রীর মধ্যেই আমি আছি " । শ্রীশ্রীঠাকুর বলেন ,
Reviewed by srisriramthakurfbpage
on
March 16, 2024
Rating:
No comments: