Wednesday, 21 August 2024

বেদবানী প্রথম খন্ড ,২৫ নং পত্র অংশ ,শ্রী শ্রী রামচন্দ্রাদেব।

 বেদবানী প্রথম খন্ড ,২৫ নং পত্র অংশ ,শ্রী শ্রী রামচন্দ্রাদেব।

শ্রী রামচন্দ্রাদেব।

লোক সকল স্ব স্ব ভাগ্যানুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্যফল ভোগ করিয়া থাকে। এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হন, কাহারও কোন অধিকার নাই। অতএব কর্তৃত্ব ভাগ করিয়া প্রহলাদের ন্যায় অদ্বৈত ভাবে সত্যনারায়ণের সেবা করুন। সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল সেইরূপে আপনিও মনের দাসত্ব শৃঙ্খলা কাটিয়া নিত্যরূপ সত্যকে পাইবেন।


No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.