"কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী

 "কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী

চট্টগ্রাম পাহাড়তলী শ্রীশ্রী কৈবল্যধামের অলৌকিক পরিবেশে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা। প্রভাত চক্রবর্ত্তীর গভীর রাত্রির অভিজ্ঞতা ও শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের দার্শনিক ব্যাখ্যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য আধ্যাত্মিক জগতে।
জানুন দেবকন্যাদের স্নান এবং শ্রী ঠাকুরের সেই কথার গভীর তাৎপর্য।

ভিডিওতে আলোচনা করা বিষয়:

  • কামশ্রীকুণ্ডের রহস্য।
  • দেবকন্যাদের স্নান সম্পর্কে শ্রী ঠাকুরের বাণী।
  • শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের চিন্তা ও প্রভাতবাবুর অভিজ্ঞতা।     

  • শ্রীশ্রীকৈবল্যনাথকে প্রণাম জানাই।

  • চট্টগ্রাম পাহাড়তলী শ্রীশ্রী কৈবল্যধামে প্রভাত চক্রবর্ত্তীর আগমনে শ্যামাচরণ চট্টোপাধ্যায় খুবই আনন্দলাভ করিলেন । একদিন গভীর রাতে সকলেই নিদ্রামগ্ন , কিন্তু প্রভাতবাবুর চোখে ঘুম নাই । গুরু মহিমা চিন্তনে নিমগ্ন তিনি । জ্যোৎ্স্নালোকে চারিদিক প্লাবিত । শ্রীশ্রী কৈবল্যধাম যেন এক অরূপ স্বর্গীয় সুষমায় বিরাজিত । প্রভাতবাবু বাহিরে আসিলেন । সম্মুখে অদূরে পাহাড়ের নিম্নদেশে কামশ্রীকুণ্ড । ছোট্টো জলাশয়ের স্ফটিকের ন্যায় এতই স্বচ্ছ যে কুণ্ডের তলদেশ পর্যন্ত দৃষ্টি চলিয়া যায় । সহসা তাহার দৃষ্টি পড়িল , কতিপয় সুন্দরী রমণী , সেই কুণ্ডস্থিত জলে স্নান অবগাহনে মগ্ন । কেহ স্খলিত বস্ত্রে , কেহ কেহ বস্ত্রাবরণ শূন্য সন্তরণে নিমগ্ন । তাহা দেখিয়া ক্রোধের উন্মেষ ঘটিল প্রভাতবাবুর । মনে মনে ভাবিলেন , শহরের নষ্টা মেয়েদের আনাগোনা হইতেছে । উচ্ছন্নে যাইব এই আশ্রম । এর একটা বিহিত এখনই করা প্রয়োজন । গভীর নিদ্রিত শ্যামাদাকে উঠাইলেন এবং কামশ্রীকুণ্ডের বিবস্ত্র , অর্দ্ধবিবস্ত্র নারীদের স্নানের কাহানী সবিস্তারে বর্ণনা করিয়া জানাইলেন যে , এই আশ্রম কলুষিত হইতে আর দেরি নাই । নিদ্রােত্থিত শ্যামাদা উৎফুল্লচিত্তে বলিলেন , মহা মহা ভাগ্যবান তুই । শ্রী ঠাকুর বলিয়াছিলেন , " কামশ্রীকুণ্ডে গভীর রাতে দেবকন্যারা স্নান করিতে আসেন , তাহা কোন কোন ভাগ্যবানই দেখিতে পান "। এর পর শ্যামাদা প্রভাতবাবুকে যুক্তি দিয়া বুঝাইতে লাগিলেন , এই পাহাড় জঙ্গলে বাঘ ভাল্লুকের নিত্য আনাগোনা । গভীর রাতে শহর থেকে এতদূরে তারা স্নান করতে এখানে আসবেন কেন্ ? শ্যামাদার যুক্তিপূর্ণ কথায় প্রভাতবাবু শান্ত হইলেন । 
  •  " জয়রাম " শ্রীমতী প্রমীলা দত্ত । " মহাজীবনের কাহানী 
  • #কামশ্রীকুণ্ড #আধ্যাত্মিকতা #মহাজীবনের_কাহানী #শ্রীশ্রীকৈবল্যধাম #দেবকন্যা #শ্রীঠাকুর #ভক্তি #রহস্যময়তা
শ্রীশ্রী কৈবল্যধাম, কামশ্রীকুণ্ড, দেবকন্যার স্নান, প্রভাত চক্রবর্ত্তী, শ্যামাচরণ চট্টোপাধ্যায়, মহাজীবনের কাহানী, আধ্যাত্মিক গল্প, শ্রী ঠাকুর, রহস্যময় স্থান, ভক্তিমূলক গল্প, চট্টগ্রাম পাহাড়তলী, অলৌকিক ঘটনা, গুরু মহিমা, ধর্মীয় গল্প।





"কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী "কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on November 17, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.