Friday, 22 November 2024

 প্রশ্ন :ধ্যান কাকে বলে?
প্রশ্ন :ধ্যান কাকে বলে?
ঠাকুর : তৎ-ময় হওয়ারে ধ্যান বলে।
প্রশ্ন : তৎ-ময় কি কিছুই বুঝতে পারলাম না।
ঠাকুর : তৎ হইল প্রাণ, আর ময় হইল মিশা, একাকার হইয়া যাওয়া। মন ও মনের বিষয় গুলি এবং বুদ্ধি, অহংকার প্রাণের সঙ্গে মিশা যাওয়ার নাম তন্ময়তা। শুধু শুইনা বুঝবার চেষ্টা করলে বুঝা হয় না, কার্য কৈরা বুঝলেই বুঝা হয়। ধ্যান করলে তবে বুঝতে পারবা। অভ্যাস এর দ্বারা অসম্ভব সম্ভব হয়। এই পুরস্কার লক্ষ্মীরূপা।
প্রশ্ন : মনের বিষয় গুলি কি?
ঠাকুর : দশ ইন্দ্রিয়।
প্রশ্ন : কিসের ধ্যান করব?
ঠাকুর : নামের ধ্যান করবা। ধ্যানের সময় কিছু কল্পনা করতে নাই। নাম অকল্প ।
প্রশ্ন : নামের ধ্যান কি করে করব?
ঠাকুর : নামের কোন আকার নাই। তাই রূপও নাই। নাম শব্দ-ব্রহ্ম, শূন্য।
প্রশ্ন : শূন্যের ধ্যান কি করে করব? গুরুমুর্তির ধ্যান করলে হয় না?
ঠাকুর : নাম আর গুরুতে তে কোন পার্থক্য নাই। দৃশ্যতঃ ভিন্ন বোধ হইলেও স্বরূপতঃ এক। নাম স্বয়ং প্রকাশক। নামই গুরুমূর্তি ধারন কইরা অবতীর্ণ হন।
শ্রীশ্রী রামঠা।।রামভাই স্মরণে।।
(ফনীন্দ্র কুমার মালাকার এর সহিত ঠাকুরের কথোপকথন)

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.