ভগবান, কেউ বলেন নেই কেউ বলেন আছেন, জ্ঞানী বলেন,যে যেমনটি জানেন তাঁর জন্য তাহাই ঠিক, আসলে যাকে ভগবান যতটুকু ধরা দেন সে তাঁকে ঠিক ততটুকুই লাভ করে! যুক্তি,তর্ক ও বুদ্ধির অন্তেই ভগবত বিশ্বাসের গুরু। ভগবৎ কৃপা লাভের জন্য চাই শিশুবৎ সরলতা ও পবিত্রতা।
-জয়রাম 



No comments:
Post a Comment