Friday, 7 March 2025

 নাম শুনতে মন লাগে না ।

মন যেইখানে ইচ্ছা ঘুইরা বেড়াক ।
তুমি নাম শুনবার চেষ্টা করবা ।
জয়রাম 卐 জয়গুরু ।
🌼 শুভ সকাল ।
আমি ঠাকুরকে বলিলাম ,
নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায় ।
নাম হয় না , কি নাম দিলেন ?
শ্রীঠাকুর বলিলেন -----
" তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি ,
নাম দেই নাই " ।
" মাতৃজঠরেও নাম শুনাইছিলাম " ।
" প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইলা গেছ " ।
" পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি " ।
" নাম করে শিবরুপী প্রাণে " ।
" নাম আবরণ হীন " ।
" তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না " ।
" অবিরাম নাম হয় " ।
" নাম শুনতে মন লাগে না " ।
" মন যেইখানে ইচ্ছা ঘুইরা বেড়াক " ।
" তুমি নাম শুনবার চেষ্টা করবা " ।
" মনের দিকে লক্ষ্য রাখবা না " ।
" মনের গতি চিরচঞ্চল " ।
" মন যতই চঞ্চল হউক ,
আর যেইখানে যাউক না কেন ,
ফিরা আবার নিজের জায়গায় আসব " ।
" ফিরা আইসা তুমি যেই নাম শুনছ ,
মনও সেই নাম শুনতে পাইব " ।
" তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস কর " ।
" তা হইলে মনও বিষয়ান্তর থাইকা ফিরা আইসা
নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির
ভাব ধারণ করব " ।
" তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরী হইয়া যাইব " । " ধ্যানের উদয় হইব " ।
: - - শ্রীশ্রী রাম ঠাকুর ।
" জয়রাম "
শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত ,
" রামভাই স্মরণে "
পৃষ্ঠা সংখ্যা ৩২ হইতে

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.