Sunday, 30 March 2025

 

ঠাকুর মৃত আত্মাকেও নাম দিতেন
শ্রীশ্রীঠাকুর যে কেবল দেহধারী জীবকেই কৃপা করিয়াছেন তাহা নহে, বহু অশরীরী আত্মা তাঁহার নিকট কৃপা লাভ করিয়াছেন। চাঁদপুরে একদিন সকাল বেলা ঠাকুরের নিকট বসিয়া আছি, ঠাকুর একখানা তক্তপোষের উপর বসিয়াছিলেন। নিকট অপর লোক কেহ ছিল না। এমন সময় চাঁদপুর চিটাগাং কোম্পানির বড় বাবু রাজেন্দ্র নাথ সেন মহাশয় তাহার নব বিবাহিত দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়া ঠাকুরের নিকট আসিয়া "নাম" প্রার্থী হইলেন। ঠাকুর রাজেন বাবুকে সস্ত্রীক নাম ও তৎ সঙ্গে উপদেশ দিলেন। রাজেন বাবু ও তাহার স্ত্রী ঠাকুরকে প্রণাম করিয়া ঘরের বাহির হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঠাকুর বলিয়া উঠিলেন "এই যে নীল রঙের শাড়ি পরা একটি মহিলা রাজেন বাবুর পাশে বসিয়া নাম নিল সে কোথায় গেল।" আমি বলিলাম "আমি ত এরূপ কোন মহিলা দেখি নাই।" ঠাকুর একটু নিঃশব্দ থাকিয়া বলিলেন "রাজেন বাবুর মৃত স্ত্রী রাজেন বাবুর সঙ্গে একত্রে নাম নিয়া গেলেন। তিনি অশরীরী কিনা সেই জন্য আপনি দেখিতে পান নাই। 'নাম' নেওয়ার পর তাহার আত্মা মুক্ত হইয়া গেল।"
" তাঁর স্মরণে" ---- শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(শ্রীশ্রী রাম ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী স্মারকগ্রন্হ)
জয় রাম 🌺🌿

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.