“ভাগ্যের দাতা সত্যদেব | শ্রীশ্রী ঠাকুরের বাণী | জয় রাম জয় গোবিন্দ”
🪷 ব্যাখ্যা (Explanation)
শ্রীশ্রী ঠাকুর বলেছিলেন—মানুষ তার ভাগ্যানুসারে দেহ, গৃহ, সমাজ, আত্মীয়-স্বজন প্রভৃতি ভোগ করে থাকে। কিন্তু এই সবকিছুর মূল দাতা হচ্ছেন ভগবান সত্যদেব। অর্থাৎ ভাগ্যের অধিকারী হলেও ভাগ্যের মূল কর্তা ঈশ্বরই। তাই সর্বদা নামস্মরণে থাকুন, কারণ নামই ভক্তকে ঈশ্বরসাক্ষাতের পথে পৌঁছে দেয়।
জয় রাম জয় গোবিন্দ 🙏🪷
📌 হ্যাশট্যাগ (Hashtags)
#জয় #রাম #জয় #গোবিন্দ #সত্যদেব #ভাগ্য #ভক্তি #রামনাম #RamNam #SanatanDharma #Bhakti
No comments:
Post a Comment