Saturday, 11 July 2020

শ্রীশ্রীরামঠাকুর বেদবাণী ১ম খন্ড (১৯১)



SRI SRI RAMTHAKUR

সংসার মায়াময়। যাহা হউক, সকলি অদৃষ্টচক্রে ভ্রমণ করিয়া থাকে। রাজা ধনী সকলি ফকীর হইয়া থাকে এবং ফকীরও রাজত্ব ও ধন পাইয়া থাকে। সকলি ভগবানের ভুল হইয়া এই সকল গতি লাভ করিয়া লয়।
—শ্রীশ্রীরামঠাকুর
বেদবাণী ১ম খন্ড (১৯১)

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.