আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা অপত্তি করেন কেন ?
পিতা কি ছেলেদের সুবিধার জন্য এসব করেন না ?
শ্রীশ্রী রামঠাকুর ।
শ্রীশ্রী রামঠাকুরের মত আড়ম্বর বিহীন লোক আমি খুব কমই দেখেছি ।
ভক্তগণ যদি তাঁহাদের পসন্দমত জমা কাপড় দিয়া ঠাকুর মহাশয়কে সাজাইতে চাহিতেন তাহাতেও তিনি বাধা দিতেন না ।
কিন্তু কিছু সময় পরেই তাঁহার সেই হাতকাটা ফতুয়া ও ধুতি ছাড়া বাকী সব গরীব ভক্তদের বিলাইয়া দিতেন ।
তিনি খালি পায়েই অধিক সময় চলিতেন ,
আবার ভক্তদের দেওয়া সাদা কেড্সের জুতা পরিয়া হাঁটিতেও তাঁহাকেদেখিয়াছি ।
তিনি সে-সময় প্রায় একাই এখানে ওখানে
যাতায়াত করিতেন , সঙ্গে শুধু একটি কাপড়ের পুটলী থাকিত ।
দাদুর ( ঠাকুরের) মত এমন নিষ্পৃহ দরদীজন আমার জীবনে আর দেখি নাই ।
ভক্তদের যে তিনি কত আপন মনে করিতেন এবং তাঁহাদের সুবিধা-অসুবিধার প্রতি ঠাকুরের যে কত লক্ষ্য ছিল,
সে সম্পর্কে একটি ঘটনা বলি ,-
একবার শ্রীশ্রীঠাকুর দুজন ভক্তসহ কিছুদিন
বৃন্দাবনে ছিলেন ।
তখন সেখানে অসহ্য গরম ।
ঠাকুর মহাশয় বিকাল বেলায় রোজই
ভক্তদের বলিতেন ,-
“ আপনারা ঘুইরা ঘুইরা দেখেন ,
আমি তো বাসায়ই আছি ।”
তাহারা বাহির হইয়া গেলে ঠাকুর চুপি চুপি তাদের ব্যবহারের জন্য ইন্দারা হইতে জল তুলিয়া রাখিতেন এবং মাঝে মাঝে রান্নাও করিয়া রাখিতেন ।
এ ব্যাপার নিয়া ভক্তেরা একদিন ঠাকুরকে
স্পষ্ট বলিলেন ,-
“আপনি যদি এইরূপ করেন ,
তবে আমরা আর এখানে থাকিব না ।”
শুনিয়া ঠাকুর বলিলেন ,-
“তাতে কি হইয়াছে ।
আমি তো বসিয়াই থাকি।
আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা
আপত্তি করেন কেন ?
পিতা কি ছেলেদের সুবিধার জন্য এসব করেন না ?” ভক্তেরা অবশ্য ঠাকুরের তোলা জল ফেলিয়া দিয়া আবার নিজেরাই জল তুলিয়া লইতেন ।
কিছুদিন পরেই ঠাকুর বৃন্দাবন ছাড়িয়া
চলিয়া আসিলেন ।
মানুষের সংস্কার কি সহজে যাইতে চায় ?
যাহাতে আমরা ঠাকুরকে আমাদেরই একজন পরম আত্মীয় বলিয়া গ্রহণ করিতে পারি ,
সেজন্যই তিনি সংসারে ঠিক সংসারী সাজিয়াই ছিলেন।
জয় রাম জয় গোবিন্দ ।
শ্রী গৌরীপ্রসাদ চক্রবর্ত্তী ।
শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ৩২ হইতে ।
আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা অপত্তি করেন কেন ?
Reviewed by srisriramthakurfbpage
on
May 27, 2023
Rating:
No comments: