বিদ্যা সকল অবিদ্যায় আচ্ছন্ন, বিদ্যার গৌরব মলিন।
সত্যের মলিনত্ব নাই। নীর্ম্মল।
আমি কর্ত্তৃত্বাভিমানে যাহা পাই তাহা ভাগ্যের ফলে অসম্পূর্ণই হয়।
সত্যনারায়ণের ভাগ্য থাকে না , ফলাফলও থাকে না ।তাহাকে প্রাপ্ত বলে অর্থাৎ প্রসাদ বলে। তাহা ক্ষণমপিও ইন্দ্রিয় হইতে বিয়োগ হয় না।চাইতে গিয়াই তাহাকে হারাইয়াছি। সত্যকে পাইতেছি না।ভাগ্য ভগবান, তিনি খন্ড যুগে অখন্ডভাবে পূর্ণ, আমি খন্ড খন্ডাংশ ভাবে খন্ডিত।অতএব আমি অভাব ।বেদবাণী ২য় খন্ড ৬১ নং পত্রাংশ
বেদবাণী ২য় খন্ড ৬১ নং পত্রাংশ
Reviewed by srisriramthakurfbpage
on
May 27, 2023
Rating:
No comments: