গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।

গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য
স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।




 যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায়ই

তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়। কোন চিন্তা নাই,
গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন এই গুরুর স্বভাব। (১/২১)
🍁গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য
স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।
🍁সর্ব্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভাবের ভাব
গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবেন। গুরু
মঙ্গল করিবেন সন্দেহ নাই। (১/৭৬)।
গুরুর কার্য্য সর্ব্বদা করিতে চেষ্টা রাখিবেন।
গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। (১/৭৮)।
গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)। গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)। Reviewed by srisriramthakurfbpage on May 27, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.