গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।
গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য
স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।
যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায়ই
তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়। কোন চিন্তা নাই,
গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য
স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।
সর্ব্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভাবের ভাব
গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবেন। গুরু
মঙ্গল করিবেন সন্দেহ নাই। (১/৭৬)।
গুরুর কার্য্য সর্ব্বদা করিতে চেষ্টা রাখিবেন।
গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। (১/৭৮)।
গুরু কৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। (১/২৭)।
Reviewed by srisriramthakurfbpage
on
May 27, 2023
Rating:
No comments: