" প্রয়োজন হইলে দেহ সমেত যত্রতত্র বিচরণ করা যায় " । " অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না " ।

 " রামভাই স্মরণে "

" প্রয়োজন হইলে দেহ সমেত যত্রতত্র বিচরণ করা যায় । অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না "


- শ্রীশ্রী ঠাকুর ।

🙏জয়রাম জয়গুরু জয়গোবিন্দ 🙏
শ্রীঠাকুর নিজেই বললেন , ----
" আজ মায়ের অষ্টমী পূজা " ।
" দেখেন তো অষ্টমী তিথি কতক্ষণ আছে " ?
আমি পঞ্জিকা দেখিয়া শ্রী ঠাকুরকে বলিলাম , অষ্টমী তিথি আজ সারাদিন আছে ।
অনেক গুরুভ্রাতা উপস্থিত হইলেন । সপ্তমী পূজার ন্যায় অষ্টমী পূজা সাঙ্গ হইলে , উপস্থিত ভক্তবৃন্দ পূজার প্রসাদ পাইয়া চলিয়া যান ।
শ্রীঠাকুর মধ্যাহ্ন ভোগ গ্রহনান্তে বলিলেন ,
" এইবার একটু বিশ্রাম করুম " ।
আপনেরা গিয়া আহার--বিহার করেন " ।
"এইখানে আর কারও থাকার প্রয়োজন নাই " ।
ইহার পর শ্রীঠাকুর একখানা চাদর দিয়া মাথা
হইতে পা পর্যন্ত সমস্ত শরীর আচ্ছাদন করিয়া
শয়ন করিলেন ।
আমি স্নান, আহার করিতে করিতে চিন্তা করিলাম ,
আজ ঠাকুরকে পাহারা দিয়া দেখিব ব্যাপার কি ।
একটা বাজিলে খাটে লক্ষ্য করিয়া বুঝিলাম ,
শ্রীঠাকুর চাদরের নীচে নাই । চাদরখানা বিছানার সঙ্গে মিশিয়া রহিয়াছে । আমি ধীরে ধীরে চাদরখানা শূন্যে তুলিয়া আমার সন্দেহ দূর করিলাম ।
চাদর পূর্ববৎ শয্যায় পাতিয়া দরজার খিল বন্ধ করিয়া
খাটের অদূরে বাসিয়া রহিলাম । যাহা থাকে কপালে আজ দেখিব শ্রীঠাকুর কখন , কিভাবে চাদরের নীচে আসেন ।
৪টা বাজিলে দেখি চাদর নড়িতেছে , চাদরের নীচে ঠাকুর আছেন ।
হঠাৎ চাদর ফেলিয়া শ্রীঠাকুর উঠিয়া বাসিয়া আমাকে
জিজ্ঞাসা করিলেন ,
" তুমি এইখানে বইসা আছ কেন " ?
আমি দরজার খিল খুলিয়া দিয়া উত্তর দিলাম , তোমাকে পাহারা দিচ্ছি ।
ঠাকুর বলিলেন , " তুমি কি চাদর তুইলা দেখছ " ?
আমি উত্তর দিলাম চাদর তুলতে হবে কেন ? চাদরের উপর দিয়া পরিষ্কার দেখা গেছে , তুমি এইখানে নাই । তখন চাদর সম্পূর্ণরূপে উঠিয়ে দেখেছি ।
শ্রীঠাকুর আমাকে প্রশ্ন করলেন ,
" তাতে লাভ কি হইল " ?
আমি শ্রীঠাকুরের প্রশ্নের উত্তর দিলাম ,
লাভের জন্য দেখিনি ,
দেখবার জন্য দেখেছি ।
তুমি কোথায় গিয়েছিলে ?
তোমার দেহ সৌরভে সমস্ত ঘর সৌরভময়
হয়েছে কেন ?
এই সময় আমার পিতা , মাতা , বড়দা ,বড়দি ও
ঠাকুরভাই আসিলেন ।
তখন শ্রীঠাকুর বলিলেন , " দেবীপূজায় গেছিলাম " ।
" সেইখানের দেবগন্ধ এখনও দেহে লাইগা আছে " ।
" সেইজন্য এই সৌরভ পাইতেছ " ।
আমি জিজ্ঞাসা করিলাম ,
তুমি কি করে গেলে ? পুনরায় চাদরের নীচে এলে ,
কিছুই দেখতে পেলাম না ।
শ্রীঠাকুর বললেন , " এইগুলি কিছুই না " ।
" প্রয়োজন হইলে দেহ সমেত যত্রতত্র বিচরণ করা যায় " । " অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না " ।
" এই সঙ্গে লঘিমা সিদ্ধি কাজ কইরা যায় "
🙏 জয় রাম জয় গোবিন্দ 🙏
শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত ,
" রামভাই স্মরণে "
পৃষ্ঠা সংখ্যা ৩৫ হইতে ।
" প্রয়োজন হইলে দেহ সমেত যত্রতত্র বিচরণ করা যায় " । " অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না " । " প্রয়োজন হইলে দেহ সমেত যত্রতত্র বিচরণ করা যায় " । " অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না " । Reviewed by srisriramthakurfbpage on May 27, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.