শ্যামাদা চোখের জল সহযোগে ঠাকুর প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন , আমি কিছুই জানি না , সব আপনি জানেন ।




জয়রাম জয় গোবিন্দ
🙏🙏
বর্তমান মোহন্ত তাঁর পরবর্তী মোহন্ত নির্বাচন
কইরা কাগজে লেইখা ,
সীলমোহর কইরা রাইখা যাইবেন ।
: -- -- " শ্রীশ্রী রামঠাকুর " ।


প্রমথবাবু বলিলেন ,
শ্যামাদাকে (শ্যামাচরণ চট্টোপাধ্যায় ) এনেছি ।
তিনি আশ্রমের অত বড় গুরুদায়িত্ব নিয়ে
মোহন্ত হইতে রাজি নন ।
তিনি যেভাবে আছেন সেভাবেই থাকতে ইচ্ছুক । আমাদের সকলের অনুরোধ সত্ত্বেও তিনি
সম্মত হন না ।
একথা শুনিয়া শ্রীঠাকুর বলিলেন ,
আশ্রমের গুরুদায়িত্ব পালনে শ্যামাবাবুর ভীত
হওয়ার কিছু নাই ।
হরিবাবুর (হরিপদ বন্দোপাধ্যায়) নিকট
সব দেখেছেন ।


সেই নিয়মেই চলব ।
নিয়ম লঙ্ঘন পাপ ।
শ্যামাবাবুরে সকল বিষয়ে সাহায্য ,
পরামর্শ দেওয়ার জন্য বিধুবাবু , অখিলবাবু , যোগেশবাবু , প্রমথবাবু তাঁরা সকলে আছেন ।
ভুবনবাবু শ্যামাবাবুর সাহায্য করবেন ।
আজ থাইকা শ্যামাবাবু মোহন্ত পদে অধিষ্ঠিত হইলেন ।
আশ্রমের সকল দায়িত্ব ভার শ্যামাবাবুর উপর
অর্পিত হইল ।


বর্তমান মোহন্ত তাঁর পরবর্তী মোহন্ত নির্বাচন কইরা কাগজে লেইখা খাম সীলমোহর কইরা রাইখা যাইবেন ।
এই বলিয়া শ্রীঠাকুর শ্যামাদার প্রতি দৃষ্টিপাত করিলে সঙ্গে সঙ্গে শ্যামাদা উঠিয়া ঠাকুরের শ্রীপাদপদ্মে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলেন ।
শ্রীঠাকুর শ্যামাদার মাথায় রাখিলেন ।
সকলে বার-বার হরি ধ্বনি সহকারে আনন্দ
প্রকাশ করিলেন ।


শ্যামাদা চোখের জল সহযোগে ঠাকুর প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন ,
আমি কিছুই জানি না , সব আপনি জানেন ।
ফনীন্দ্র কুমার মালাকার ।
" রামভাই স্মরণে "
পৃষ্ঠা সংখ্যা ৫৬ হইতে ।
শ্যামাদা চোখের জল সহযোগে ঠাকুর প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন , আমি কিছুই জানি না , সব আপনি জানেন । শ্যামাদা চোখের জল সহযোগে ঠাকুর প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন ,  আমি কিছুই জানি না , সব আপনি জানেন । Reviewed by srisriramthakurfbpage on May 27, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.