তারপর রবিবার দ্বিপ্রহরে আহারান্তে ঠাকুরের নিকট যাইয়া বসিতেই ঠাকুর হাসিয়া বলিলেন, আজ বুঝি পাইন বন উপাখ্যান।
নামের অসীম ও অমোঘ শক্তি। অসম্ভব সম্ভব করতে পারেএকমাত্ৰ নামে।
উত্তর - তোমার অন্তরভাব দেইখা।
প্রশ্ন - শিলং-এ পাইন বৃক্ষের বহু বাগান আছে?
উত্তর - আছে বই কি?
প্রশ্ন - তার মধ্যে দশটি বাগানে আমাদের নিয়ে গিয়ে নাম কীৰ্তন করিয়েছিলে। নির্জন, নিরালা পাইন বাগানে কীর্তনের কি প্ৰয়োজন ছিল?
উত্তর - নিশ্চয় প্রয়োজন ছিল। তারকব্রহ্ম ১৬ নাম ৩২ অক্ষর হরে কৃষ্ণ রাম হইল প্রণবের তিনটি অবয়ব অ উ ম। অর্থ হইল তন্ময়তার সঙ্গে হরিনামে রমণ করা। প্রণব কীর্তনের ফল সর্বত্র, সর্বকালে সমভাবে হইয়া থাকে। তারতম্য কিছু নাই । যেমন, অমৃত পানে স্বাদ তিক্ত, কষা, কটু, মিষ্ট যেমনই লাগুক, অমৃত অমৃতের ফল দিবেই। সেইরূপ এই নাম করতে ভাল, মন্দ, রুচি, অরুচি, যেমনই লাগুক না কেন, নাম নামের ফল অবশ্য দিবে। এই কীর্তন শ্রবণে বৃক্ষ, তরু, লতা, কীট, পতঙ্গাদি সকল জীবের উন্নত অবস্থা প্রাপ্তি হয়।
প্ৰশ্ন - ঐ দশটি বাগানকে লক্ষ্য করেই জঞ্জালপূর্ণ বলেছিলে?
উত্তর - হ তাই।
**********************************************************************************************************
প্রশ্ন - কেন ? শিলং-এ আরও বহু পাইন বাগান রয়েছে।
উত্তর - থাকলে কি হইব ? শুধু ঐ বাগানগুলিতেই হাজার হাজার বিদেহী আত্মা আশ্ৰয় নিছিল। তাগ মধ্যে ভাল, মন্দ রকম ফের আছে। তোমরা যেমন সৎ সৎলোকের সঙ্গে, মন্দ মন্দলোকের সঙ্গে মিশা থাকতে ভালবাস, তাগ বেলায়ও সেই রকম। তারা তাগ অবস্থান্তর প্রাপ্তির জন্য সর্বদা আইসা কাকুতি - মিনতি জানাইত।
প্রশ্ন - আমাদের কীর্তনের ফলেই বিদেহী আত্মাগুলির অবস্থান্তর প্রাপ্তি ঘটে?
উত্তর - নিশ্চয়। নামের অসীম ও অমোঘ শক্তি। অসম্ভব সম্ভব করতে পারেএকমাত্ৰ নামে।
ফণীন্দ্ৰ কুমার মালাকাররামভাই স্মরণে
নামের অসীম ও অমোঘ শক্তি। অসম্ভব সম্ভব করতে পারেএকমাত্ৰ নামে।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 29, 2023
Rating:

No comments: