শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতি অর্চনাসংসার ধর্ম

 শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতি অর্চনাসংসার ধর্ম

শ্রীশ্রীঠাকুরকে কখনও কাহাকেও সংসার ত্যাগ করিয়া বনে যাইতে বা তীর্থাদি ভ্রমণ করিতে বলিতে শুনি নাই। 

সংসারে থাকিয়া স্ত্রী, পুত্র, আত্মীয়স্বজন, গ্রামবাসী, দেশবাসী ব্যক্তিমাত্রেরই সঙ্গে প্রেম প্রতিভ হইয়া থাকিতে বারংবার উপদেশ দিয়াছেন।

 ইহাদের সেবাও ভগবৎ সেবা বলিয়া তিনি নির্দ্দেশ করিয়াছেন। আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য পালন না করিয়া তথাকথিত ধর্ম্মোদ্দেশ্যে নানাদিকে ছুটাছুটি করা তিনি একেবারেইপছন্দ করিতেন না। 

তাঁহার ঐরূপ আচরণকে “মর্কট বৈরাগ্য” বলিয়া আখ্যা দিতে আমি শুনিয়াছি। সংসারের সমস্ত কর্তব্যপালন করিয়া নিরবিচ্ছিন্ন শাস্তি ও আনন্দের পথে অগ্রসর হওয়া যায় বলিয়া তিনি আমাদিগকে বলিয়াছেন, তবে সাবধান করিয়া দিয়াছেন যে, আমরা যেন সংসারের প্রতি অত্যধিক আসক্তিবশতঃ ভগবানকে ভুলিয়া না যাই। 

তাঁহার প্রতি লক্ষ্য রাখিয়া সুষ্ঠুভাবে যথাসাধ্য সাংসারিক কর্তব্য পালন করিতেই আমাদের বলিয়াছেন।

সংসারের জীব তাহার জন্মগত স্বভাব বা প্রকৃতি অনুযায়ী কার্য্য করে, সুতরাং কাহারও কোন দোষ নাই, এই ভাব পোষণ করিতেই তিনি উপদেশ দিয়াছেন। 

কিন্তু তাঁহার বাক্যে বা আচরণে কপটাচারীর কি পাটোয়ারী বুদ্ধিবিশিষ্ট ব্যক্তিকে তিনি পছন্দ করিতেন না বলিয়া সময় সময় আমার মনে হইত। বস্তুতঃপক্ষে তিনি সকলের প্রতিই সমভাবাপন্ন, নিরপেক্ষ শক্তিরূপে বিরাজ করিতেন। 

তাঁহার সান্নিধ্যে যাহারা আসিত তাহাদের সকলকেই সুখ শান্তি দিতে অনবরত চেষ্টা করিয়াছেন। কাহারও প্রকৃতিগত লোম দেখাইয়া, বা বাক্যে, বা ব্যবহারে কখনও মনঃকষ্ট দিতেন না।

 তাঁহার ঐ প্রকার আচরণ দ্বারা সংসারে থাকিয়া সুখ শান্তি উপভোগের এক অতি বিরাট দৃষ্টান্ত আমাদের সমক্ষে স্থাপন করিয়াছেন।শ্রীশ্রীঠাকুরের অমূল্য উপদেশাবলী সম্বলিত 'বেদবাণী'র পত্রগুলি বিষয় বস্তুভেদে যথাসাধ্য শ্রেণীবিভাগ করিয়া এবং কয়েকটি পত্রাংশ উদ্ধৃত করিয়া, অন্যগুলির সংখ্যা নির্দ্দেশ করিব। 

ব্যক্তি বিশেষের সাময়িক প্রয়োজন অনুসারে কোন বিষয়ে শ্রীশ্রীঠাকুরের উপদেশ কি তাহা বিষয় ভেদে বিভিন্ন পত্র হইতে একই স্থানে সন্নিবেশিত করিয়া পাঠক পাঠিকাগণের সম্যক হাদলাঙ্গম করার সাহায্য করিতে প্রয়াসী হইয়াছি। 

কোবাসীর পত্রগুলি এমনই ব্যাপকভাবে বিভিন্ন সমস্যার সমাধান করিয়াছে যে, তাহা বিষয়বস্তু ভেদে পৃথক না করিলে কোন একটি বিষয় সম্পর্কে অল্প সময়ের মধ্যে বেদবাণীর সমস্ত পত্র হইতে বাহির করা অত্যন্ত দুঃসাধ্য বলিলেও অত্যুক্তি হয় না।

 এই কারণেই ঐরূপ শ্রেণী বিভাগ করিলাম।একই বিষয়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভক্তগণের নিকট লিখিত পত্রাংশগুলি একই সময়ে অতিনিবিষ্ট চিত্তে পাঠ করিলে বিষয়টির সমাধান অতি সহজ হইবে; কিন্তু বিভিন্ন বিষয়ে লিখিত পত্র হইতে নিজ অতীক্ষিত অংশ বাহিয়া ল‍ইয়া তাহার সারমর্ম উপলব্ধি করা সহজসাধ্য হয় না। 

এই কারণে একই পত্রসংখ্যা স্থানে স্থানে বিভিন্ন বিষয় সম্পর্কে উল্লেখ করা হইয়াছে।


শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতি অর্চনা

শ্রীশুভময় দত্ত

শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতি অর্চনাসংসার ধর্ম শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতি অর্চনাসংসার ধর্ম Reviewed by srisriramthakurfbpage on May 25, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.