ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে ।

 ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে ।


"ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে । যথাশক্তি নিত্যকর্ম অনুষ্ঠান করিয়া যাইতে যাইতে পরমদেবী প্রণয়সূত্রে ভগবানে বন্ধ হইয়া যায় , সংশয় নাই ।"




আমি সর্বক্ষণ আছি এবং থাকুম‌। এই দেহটারে না দেখলে আপনেরা মনে করেন আমি নাই। এই দেহটারে বাদ দিয়াও যে আমি আছি সেটুকু কেন বিশ্বাস করেন না? গুরুবাক্যে অন্ধবিশ্বাস থাকা চাই।। গুরু কৃপাহি কেবলম।


যখন যা হইবার তাহা হইবেই। সর্ব্বদা ভগবানের আশ্রয় করিয়া থাকিতে ভুলিবে না।
ভাগ্যগতিকে কতই উৎপাত উপসর্গ লোকের ঘটিয়া যায়, সে কেবল ভগবৎ বিস্মৃতি অবস্থায়ই
হইয়া থাকে। ভগবানের অধীনস্থ লোকের কোনও
অভাব হয় না।বিদুরের ক্ষুদ, কুড়াও তৃপ্তি সম্পাদন
করিয়া থাকে।


 সংসার মায়াময় ভ্রান্তিমূলক, ক্ষণস্থায়ী সুখ দুঃখ এই সকলই গুণাবতারের প্রবঞ্চনা মাত্র। ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্যহারা হইয়া সংসার গারদে ঘুরিয়া বেড়ায়। বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহা করিয়া মুগ্ধ হয়। ইন্দ্রিয়াদি ব্যাপারে চিরকাল ঘুরিয়া বেড়ায়। এই ভাষাকেই পণ্ডিতগণ নরক সম্ভার বলিয়া থাকেন। এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তদাশ্রমে চিরপোষিত হয়। এই গুরুকৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়।

বেদবাণী প্রথম খণ্ড - ২৭নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব।
গুরু বাক্যে বিশ্বাস হলে মন্ত্রে বিশ্বাস হবে।
বিশ্বাসে জপিলে মন্ত্র গোবিন্দ মিলিবে।।
গুরু কিংবা গুরু মন্ত্রে আসে অবিশ্বাস।
ইহকাল পরকালে তার ঘটে সর্বনাশ ।।
🕊
।।জয় রাম।। 

Read more............



ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে । ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে । Reviewed by srisriramthakurfbpage on May 25, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.