সদগুরু কৃপালাভ হইলে এইরূপই হইয়া থাকে।
বালক ক্রমে ক্রমে যৌবনের সীমায় পদার্পণ করিল। আপনা হইতেই তাঁহার যোগাভ্যাস হইতে লাগিল। তারপর একদিন গুরুদেব আসিয়া উপস্থিত - তেজোদীপ্ত কলেবর মহাপুরুষ। এক দিকে চিন্ময় রাজ্যের বিরাট পুরুষ অপর দিকে স্বভাবসিদ্ধ তরুণ শিষ্য। উভয়ের মিলনে অপূর্ব্ব প্রীতির সঞ্চার হইল - আনন্দের পত মন্দাকিনী প্রবাহিত হইল। জন্মান্তরীয় সংস্কারবলে তাঁহার দিব্য জ্ঞানোন্মেষ হইতে বিলম্ব হইল না। অল্পায়াসেই তাঁহার হৃদয় মণিমণ্ডপের দ্বার খুলিয়া গেল। জাতিস্মরের ন্যায় তখন তাঁহার পূর্ব্ব পূর্ব্ব জন্মবৃত্তান্ত স্মরণ হইতে লাগিল।
সদগুরুর কৃপালাভ হইলে এইরূপই হইয়া থাকে।
No comments: