"জয় শ্রীশ্রী রামঠাকুর এর জয় "
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।
শ্রীশ্রী রামঠাকুর এর অমৃত বাণী বেদবানী।
কোন চিন্তা করবেন না, সর্ব্বদা ভগবৎ অধীনে হইয়া
থাকিতে চেষ্টা করিবেন। সংসার মায়াময়, প্রারব্ধ ভোগের
অন্ত হইলেই শান্তি হয়। প্রারব্ধ ভোগের জন্য বিচলিত হইতে নাই।
শ্রীশ্রী রাম ঠাকুর।
বেদবাণী দ্বিতীয় খণ্ড ১০৮
*************************************************
ঠাকুর তুমি সবার মঙ্গলকর সবাই কে ভালো রেখো। জয় রাম
"যে কোনরূপ বিপদই হউক না কেন নাম করিলেই সমস্ত শান্তি হইয়া যাইবে এবং নিজেও শান্তি পাইবে।"
বেদবানী ৩ খন্ডের ১৭নং পএাংশ
বেদবাণী প্রথম খণ্ড - ২০নং পত্রাংশ
সব কাজের মধ্য দিয়া তার চিন্তা করলেই "তার" নিকট থেকে নিকটতর হওয়া যায়।'
ভাগ্যং ফলতি সৰ্ব্বত্রং।
সত্যনারায়ণের সেবা করুন তাঁর ভাগ নাই, প্রকৃতি হইতেই বিভক্ত হইয়া থাকে।
সেই প্রকৃতি ত্রিগুণের বশে আকৃষ্ট হইয়া বহু রকম অবস্থায় বিকৃত হইয়া নানান
তাহাকে পাইলে ভাগ সত্যনারায়নের সিন্নি ( বৃদ্ধি করা)
কেই সাमারানের বিচার করিয়া তাতে আবদ্ধ থাকে। তাহাতেই আপনার সা দেখিয়া
পরদেহে দোষ দৃষ্টি দর্শন করে। যেমন মেঘ সূর্যকে আ করে, সূর্য তাতে মলিন হয় না,
সে পবিত্রই থাকে। মোই হইয়া পড়ে।
পিতাহি পরমস্তপঃ। পিতৃসেবায় রত সত্যবানের উপাখ্যান দ্রষ্টব্য।
পুত্র কর্তৃত্ব করিয়াই মাতৃকোল অধীরতা (অসত্যতা) হেতু কৰ্ত্তাপাশে বন্ধ হইয়া
মায়ের কোল ত্যাগ করিয়া বিবিধ পাশে বদ্ধ হইয়া এই ভাছি অকূল সাগরে
উর্দ্ধঅধঃ--গতিতে জীব সকল লাঞ্ছিত হইয়া থাকে।
কাজেই পিতামাতা যে সত্যব্রত ভুলিয়া স্বয়ং কর্তা হইয়া দিশাহারা হয়।
যাহা হউক, সত্যনারায়নের ব্রত ভুলিবেন না। ভগবানের পিতৃমাতৃ দত্ত
দুটি কুল, উভয়ের দোষগুণ পরিত্যাগ করিয়া ধৈর্য্যের দ্বারা প্রাণে প্রাণে
অভিন্নরূপে পিতামাতার সেবাকার্য্যের শক্তি আহরণ করুন, ইহাতে পিতা
মাতা পুত্র তিন কুল মুক্ত করিতে পারিবেন । তখন সত্য বস্তুর উপলব্ধি হইবে, স্বরূপ পাইবেন ।
বেদবাণী ৩য় ( ৬)
বেদবাণী ২য় খন্ড ৬৭ নং পত্রাংশ
শ্রীশ্রী রামঠাকুর এর অমৃত বাণী বেদবানী।
Reviewed by srisriramthakurfbpage
on
June 02, 2023
Rating:
No comments: