"ঠাকুর বলতেন আমি শুধু দেহে নাই, আপনাদের ঘরের চিত্রপটে সর্বদা আছি।
" ঠাকুরের চিত্রপট কেবল ছবি নয়। ভক্ত কথা বলাতে চাইলে কথা বলেন, পরামর্শ চাইলে পরামর্শ দেন, খেতে দিলে খেয়ে নেন, ঘুম পরালে ঘুমিয়ে পড়েন।
তবে নিষ্ঠা, সমর্পণ আর বোঝার অনুভুতি প্রয়োজন ...
"ঠাকুর বলতেন আমি শুধু দেহে নাই, আপনাদের ঘরের চিত্রপটে সর্বদা আছি।
সে সময় ঠাকুরের প্রতি আমার এমন তীব্র আকর্ষণবোধ হয়েছিল যে ঠাকুর কাছে না থাকলে মন খুবই বিচলিত হতো। এবং ঠাকুরের অভাব সর্বদাই অনুভব করতাম। এই প্রসঙ্গে ঠাকুর কে জিজ্ঞেস করলে, ঠাকুর প্রত্যুত্তরে বললেন,---"আমি কিন্তু কোথাও যাই না, সর্বদা আপ্নেগো সঙ্গে সঙ্গে থাকি। আয়নাতে আপনারা আপনাদের চেহারা যেমন দেখেন তার চাইতেও পরিষ্কার আমি আপনাগো দেখি। আমি ফটোতে সর্বদা বিরাজমান থাকি। এই ফটোর সঙ্গে প্রণয় হইলেই আপনেগো মন খারাপ হইবো না।"
সংগৃহীতঃ
কৃপাসিন্ধু রামঠাকুর
মনোরঞ্জন মুখোপাধ্যায়
পৃষ্ঠা নাম্বার ১৯
"ঠাকুর বলতেন আমি শুধু দেহে নাই, আপনাদের ঘরের চিত্রপটে সর্বদা আছি।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
June 02, 2023
Rating:

No comments: