জয় রাম প্রণাম
শ্রীঠাকুর বললেন , হাঁটায় ব্যথা বাড়ায় নাই ।
আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি ।
জয়রাম 卐 জয়গুরু
আমি তাকাইয়া দেখি শ্রীঠাকুর পা টিপিতেছেন । আমি বিছানায় বাসিয়া শ্রীঠাকুরের পা টিপিয়া দিতে দিতে বলিলাম , অধিক হাঁটাহাঁটি করলে পায়ের ব্যথা বাড়বে না কেন ? ঠাকুর বললেন , হাঁটায় বাড়ায় নাই । আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি । আজ তোমরা কই গেছিলা ? আমি উত্তর দিলাম , আজ আমরা মনিকর্ণিকার ঘাটসহ কয়েকটি ঘাটে গিয়ে পরে রামকৃষ্ণ মিশন দেখে এলাম । এইভাবে শাস্ত্রীদার সঙ্গে ঘুরিয়া দর্শনীয় স্থানগুলি দেখিলাম । একদিন প্রস্তাব করলাম , শাস্ত্রীদা ব্যাস কাশী বাদ দিয়া লাভ কি ? চলুন একদিন ওটাও দেখে আসি । শাস্ত্রীদা বলিলেন , শ্রীঠাকুরকে জিজ্ঞেস কর । আমি তখনই ঠাকুরকে জানাইলে শ্রীঠাকুর বলিলেন , শুন নাই , ঐখানে মারলে গাধা হয় ? শুনেছি , আমরা যাব দেখতে , মরতে নয় । গাধা হওয়ার ভয়ে ওখানে গিয়ে কেউ থাকে না । যেহেতু আমরাও থাকব না । ব্যাস কাশীতে দেহ রাখলে সত্যি গাধা হয় নাকি ? শ্রীঠাকুর বললেন , হইব না কেন ? ব্যাস অর্থ সীমাবদ্ধ , কাশী অর্থ জ্ঞান । গাধার বোঝা পূর্ণ না হইলে গাধা চলে না , সেই রকম জীবেরও বোঝা পূর্ণ না হইলে চলে না । সীমাবদ্ধ জ্ঞানে দেহ রাখলে প্রাক্তনের সঞ্চিত ও চলিত কর্ম ফলের পূর্ণ বোঝা নিয়া জীব গাধার ন্যায় হয় । সেইজন্য বলা হয় ব্যাস কাশী মরলে গাধা হয় । দেখতে চাও , দেইখা আস গিয়া । সেই দিন আমরা ব্যাস কাশী দেখিয়া আসিলাম । " জয়রাম "
শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত ,
" রামভাই স্মরণে "
পৃষ্টা সংখ্যা ১১১ হইতে ।
.................................................................................................................................................................................
শ্রীঠাকুর বললেন , হাঁটায় ব্যথা বাড়ায় নাই ।
Reviewed by srisriramthakurfbpage
on
September 10, 2023
Rating:
No comments: