শুভ ইংরেজি নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। পরম করুণা ময় দয়াল গুরুর কৃপাতে নুতন বছর আপনার ও সবার সব মঙ্গল ময় হোক।
শুভ ইংরেজি নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। পরম করুণা ময় দয়াল গুরুর কৃপাতে নুতন বছর আপনার ও সবার সব মঙ্গল ময় হোক।
সুখ দুঃখ কিছু নহে। ছেলেমেয়েরা যেমন পরস্পর খেলা করে এবং তার মধ্যে ঝগড়া মারামারি করে, কখনো কাঁদে কখনো হাসে, কখনো হারে কখনো জিতে, কিন্তু যেই মা খাইতে ডাক দেন অমনি সব খেলা ছাড়িয়া চলিয়া যায়। মার কাছে যাইয়া সকলে আনন্দে মগ্ন হয়। পুর্ব্ববর্তী খেলার সুখ দুঃখ সব ভুলিয়া যায়। এও তাই।
রামঠাকুরের কথাঃ (সাধুদর্শন ও সৎপ্রসঙ্গ, ১ম খন্ড) - মহামহোপাধ্যায় ডঃ গোপীনাথ কবিরাজ
জয় রাম জয় গুরু জয় গোপাল জয় সত্যনারায়ণ জয় গোবিন্দ গুরু কৃপাহী কেবলম্
ঠাকুরের পরম ভক্ত ফনীন্দ্রমালাকারের সাথে কথোপকথনঃ
কাঁদ কেন, আমি তো আছি। উইঠা বস। আমি ঠাকুরের পায়ের নিকট বসিয়া পা দুইখানি টিপিতে লাগিলাম।
ঠাকুর- গতকাল তুমি কোন রকম ভয় পাইছিলা কি?
উত্তর - সাপ দেখে ভয়ংকর ভাবে আতঙ্কিত হয়ে নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তোমাকে দেখামাত্র আমার ভয় ভীতি বিন্দুমাত্রও ছিল না। তাকাইয়া দেখি হাসিতেছেন। তখন কেবল তোমার কথাই মনে পড়েছিল , আর কিছুই মনে ছিল না।
ঠাকুর- গীতায় এরেই অনন্য চিন্তা বলা হয়েছে। অনন্য চিন্তাশ্চিন্তয়ন্তো মাং যে জনঃ পর্য্যুপাসতে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্। অনন্য চিন্তায় সকল সিদ্ধি লাভ হয়।
প্রশ্ন - আমার ঐরুপ আসন্ন সময় উপস্থিত হয়েছে, তুমি জেনেছিলে কিভাবে?
উত্তর - কেন? তুমি "জয়রাম "শব্দে আমারে লক্ষ্য কইরা আকর্ষণ করছিলা ।
প্রশ্ন - তোমার দেওয়া নাম ভুলে গিয়ে তোমাকে লক্ষ্য কইরা " জয়রাম " বলে চিৎকার করেছিলাম ।
উত্তর - এক কথাই হইল। লক্ষ্য বস্তু ঠিক রাইখা ভগবানের যে কোন নাম ধইরা ডাকলেই লক্ষ্য বস্তু আইসা হাজির হন। আসল বষ্তু হইল লক্ষ্য। লক্ষ্য ঠিক তো সব ঠিক।
( জয় রাম জয় গোবিন্দ, রামভাই স্বরণে ৪১ পৃঃ।)
কেমন করিয়া প্রকৃত শান্তি লাভ করা যায়,কেমন করিয়া জন্মজন্মান্তরের জ্বালা
জুড়াইতে পারা যায় ---- এই প্রশ্ন স্বতঃতইআমাদের মনে উদিত হয়। কিন্তু কয় জন
বা স্বভাবের সঙ্গ না করিলে দুঃখের হাতহইতে এড়াইবার আর অন্য উপায় নাই।
যে প্রাণ জগতের আশ্রয় এবং যাহারক্রিয়া বা স্পন্দনের বিরাম নাই, সেই
প্রত্যক্ষসিদ্ধ প্রাণদেবতার সঙ্গ করিতেহয়।
জয় রাম
সংসারে নিত্যযজ্ঞ করাই প্রয়োজন। শ্বাস প্রশ্বাস না
টানা না ফেলার অবস্থায় হাপ না হয় কষ্ট না হওয়া
পর্যন্ত যতটুকু পর্যন্ত রাখা যায় ততটুকু সময় রাখিয়া
পুনঃ পুনঃ মাথা হইতে মূলগুহ্য পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে
বিদ্যুতের লটার মতন চিন্তা করিয়া নিত্য কার্য্য করিতে
শ্রীশ্রী রাম ঠাকুর
বেদবাণী প্রথম খণ্ড ৬৮
শুভ ইংরেজি নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। পরম করুণা ময় দয়াল গুরুর কৃপাতে নুতন বছর আপনার ও সবার সব মঙ্গল ময় হোক।
Reviewed by srisriramthakurfbpage
on
December 31, 2023
Rating:
No comments: