ভগবানের শরণাপন্ন হয়ে সর্বদা ভগবানের ভজনা করলেই সত্যিকারের ভক্ত হওয়া যায় ।


           তুমি আছো কিনা আছো ভগবান আমার জান নাই। একটি ভক্তি মূলক গান।

চিত্র পট এ গুরুদেব শ্রী শ্রী রামচন্দ্র দেব। 




                                             চিত্র পট এ গুরুদেব শ্রী শ্রী রামচন্দ্র দেব। 
 জয়রাম।  শুভ  সন্ধ্যা। পরম দয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেব ,গুরুদেব এর কৃপা তে সবার সব মঙ্গলময় হোক। 

ভগবানের শরণাপন্ন হয়ে সর্বদা ভগবানের ভজনা করলেই সত্যিকারের ভক্ত হওয়া যায় ।
জয় গুরু জয় রাম
শুভ সকাল ।
কীর্তন করা উচিত ।
কিন্তু তা করা উচিত ভগবানের প্রীতি কামনায় ।
শ্রীশ্রীঠাকুর সবসময়ই বলেছেন--- -
" মৃদঙ্গের তালে এবং সুমধুর শব্দে ভগবান
অত্যন্ত প্রীত হন । "
" দেব-দেবীরা কীর্তন মঞ্চের চারদিকে এসে
কীর্তন শুনে যান। "
" তাই যিনি কীর্তন করবেন তার মনে এই ধারণা
অবশ্যই থাকা উচিত যে ,
ভগবান এই কীর্তন মঞ্চে উপস্থিত রয়েছেন এবং কীর্তনিয়াকে ভাবতে হবে যে ,
তিনি ভগবানকে প্রীত করার জন্যই ভগবানের
নাম কীর্তন করছেন ।"
" ভগবানের ধ্যানস্থ হয়ে কীর্তনে মগ্ন হতে হবে ।
কীর্তন লোকরঞ্জনের জন্য নয় ।"
শ্রীশ্রী ঠাকুর কোন জাতপাতে বিশ্বাসী ছিলেন না ।
তাঁর কাছে ছিল না কোন ধর্মের ভেদাভেদ ।
তিনি কোন সময়েই কীর্তনহীন দিন কাটাতেন না । যেকোন আশ্রিতের গৃহে গেলেই কীর্তনের ব্যবস্থা
করতে বলতেন ।
শ্রীশ্রী ঠাকুর বলেছেন ,
" দেব দেবীরা সকলে প্রেমানন্দে যত্র তত্র ঘুইরা বেড়ান । কোন সময়ে দেহ নিয়া , কোন সময়ে বিদেহীভাবে ,
অতি ভাগ্যের ফলে এই সকল দর্শন পাওয়া যায় ।
প্রাণের সঙ্গে কীর্তন করলে ,
কীর্তন শ্রবণের জন্য অদৃশ্য দৃশ্যভাবে বহু দেব-দেবী উপস্থিত হইতে দেখা যায় । "
জয় রাম জয় গোবিন্দ
"পরমেষ্ঠী গুরু শ্রীশ্রীরামঠাকুর "
,


ভগবানের শরণাপন্ন হয়ে সর্বদা ভগবানের ভজনা করলেই সত্যিকারের ভক্ত হওয়া যায় । ভগবানের শরণাপন্ন হয়ে সর্বদা ভগবানের ভজনা করলেই সত্যিকারের ভক্ত হওয়া যায় । Reviewed by srisriramthakurfbpage on December 30, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.