ভগবানের কৃপার লক্ষ্যে সর্ব্বদা থাকুন। অন্ধকারে চলিতে হইলে একটা আলো নিয়া চলাই কর্তব্য -বেদবাণী 🙏🌹🌺🌿

 ভগবানের কৃপার লক্ষ্যে সর্ব্বদা থাকুন। অন্ধকারে চলিতে হইলে একটা আলো নিয়া চলাই কর্তব্য -বেদবাণী


🙏🌹🌺🌿
-----হঠাৎ এক সময় আমি ঠাকুরকে বলিলামঃ "আমি অত্যন্ত নির্বোধ, আমার মতিগতির ঠিক নাই। আজ আপনাকে ভাল লাগিয়াছে,আপনার নিকটে বসিয়া সাগ্রহে আপনার উপদেশ শুনিতেছি,কালই হয়ত রাস্তায় দাড়াইয়া আপনাকে ভন্ড,মিথ্যাচারী বলিয়া চিৎকার করিতে থাকিব। আমার আত্নবিশ্বাস মোটেই নাই। আপনাকে যদি ছাড়িয়াই দিই তবে আমার উপায় কি হইবে "? ঠাকুর উত্তরে বলিলেনঃ " আপনে ছাড়তে পারেন,কিন্তু সে তো ছাড়বে না"। আমি আনন্দে হতবাক হইয়া গেলাম,কি আশ্চর্য করুনা,কি জীবন্ত আশ্বাস! তাহার বিরুদ্ধাচারণ করিলেও তিনি পরিত্যাগ করিবেন না।
সত্যিই তো আমি চিন্তা করিয়া মরি কেন? আমি আসিতে চাহি নাই,তিনিই আমাকে কাছে টানিয়া লইয়াছেন,রাখিতে হয় রাখিবেন,মারিতে হয় মারিবেন।
-- রামঠাকুরের কথা (ইন্দুভুষণ বন্দ্যোপাধ্যায়) 🙏🌺🌹🙏
ভগবানের কৃপার লক্ষ্যে সর্ব্বদা থাকুন। অন্ধকারে চলিতে হইলে একটা আলো নিয়া চলাই কর্তব্য -বেদবাণী 🙏🌹🌺🌿 ভগবানের কৃপার লক্ষ্যে সর্ব্বদা থাকুন। অন্ধকারে চলিতে হইলে একটা আলো নিয়া চলাই কর্তব্য -বেদবাণী  🙏🌹🌺🌿 Reviewed by srisriramthakurfbpage on December 03, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.