শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন , কেমন আছেন ? আমি বলিলাম , আপনার দয়ায় ভাল আছি । কিন্তু মনের সঙ্গে আঁটিয়া উঠিতে পারিতেছি না ।
শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন , কেমন আছেন ? আমি বলিলাম , আপনার দয়ায় ভাল আছি । কিন্তু মনের সঙ্গে আঁটিয়া উঠিতে পারিতেছি না ।
কি করিলে মন স্থির হইবে ?শ্রীঠাকুর বলিলেন , চেষ্টা দ্বারা মন স্থির করা যায় না । তাতে বিপরীত ফল ফলে । মন যে দিকে যাওয়ার যাউক,সেই দিকে লক্ষ্য না কইরা নাম শুইনা যাইতে হয়।
নাম শুনতে মনের প্রয়োজন হয় না । মন থাকলে নাম শুনা যায় না । জীবের সাধ্য নাই নাম করে ।
নাম করে শিবে , নাম শুনে জীবে ।
নাম প্রাণে গাঁথা থাকে বইলাই নাম লয় । সেই হেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ ।
এই নাম শুনবার জন্য ক্রমে ক্রমে ধীরের আশ্রয়ে যাইতে অভ্যাস করিতে হয় । তবে নাম শুনা যায় । নাম শুনতে শুনতে মন থাকে না ,
মন মইরা যায় । সেই কারণে মন স্থির করার জন্য কোন প্রকার চেষ্টার প্রয়োজন নাই । এই বলিয়া শ্রীঠাকুর নীরব হইলে আমি খাট হইতে নামিয়া ঠাকুর প্রণাম করিয়া বাহিরে আসিয়া দেখি শ্যামাদা দাঁড়াইয়া আছেন ।
তিনি বললেন , বেশ বেশ , এইতো চাই ।
" জয়রাম "
ফনীন্দ্র কুমার মালাকার ।
" রামভাই স্মরণ "
পৃষ্ঠা সংখ্যা ১৯ হইতে
শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন , কেমন আছেন ? আমি বলিলাম , আপনার দয়ায় ভাল আছি । কিন্তু মনের সঙ্গে আঁটিয়া উঠিতে পারিতেছি না ।
Reviewed by srisriramthakurfbpage
on
December 03, 2023
Rating:
No comments: