শাস্ত্র বলছে “ ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্মফলং সংযোগে স্বভাবস্তু প্রবর্ততে”।

 মানুষ কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্মফল বৃদ্ধি করে। এই ঋণ শোধ হয় না বইলাই জন্মমৃত্যু উপভোগ করে। ভবসাগর তারণ হয় না।
Sri Sri Ramthakur

ভব কি? ভব হইল “ আমি ও আমার “। এই “আমি” এবং “আমার” মধ্যে আকৃষ্ট হইয়া জীব অহং জ্ঞানে চিরকাল ঘুইরা বেড়ায়, মরুভুমের আকর্ষণ শেষ হয় না, গতাগতিও ঘুচে না। মানুষ “আমি”তে বদ্ধ জীব। এইটাই মহামায়ার বন্ধন। সেই জন্য মানুষ এই পঞ্চভূতের রাজ্যে আইসা তার অচেতন, জড়, অস্থায়ী, অনিত্য দেহটারে নিয়া কামনায় বাসনায় “আমি”, “আমার” বইলা দগ্ধ হইতেছে। “আমি” হইল মন, “আমার” হইল বুদ্ধি অর্থাৎ বোধ। এই মন ও বুদ্ধির বেগ ধৈর্য ধইরা থাকতে থাকতে মানুষ যখন “আমি”, “আমার” এই দক্ষ যজ্ঞ, নামযজ্ঞের প্রভাবে ভুলতে পারবে তখনই হইল সত্যনারায়ণ প্রতিষ্ঠা। অতএব সত্যনারায়ণের নামের শরণ লইতে অভ্যাস করবেন। চিরকাল কর্তৃত্ব কইরা কি লাভ করছেন? আপনের ভাগ্যের অতিরিক্ত কিছুই পান নাই। কর্তা হইতে যাইয়াই অপার অভাব চিন্তায় সর্বদা কষ্ট ভোগ করতেছেন। জানবেন, আপনে কর্তা নন। যদি কর্তা হইতেন তবে আপনার বাসনা অনুযায়ী সকল কার্য কেন সফল করতে পারেন না?



তাই শাস্ত্র বলছে “ ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্মফলং সংযোগে স্বভাবস্তু প্রবর্ততে”। অতএব বিচার কইরা দেখবেন নিভৃতে, নির্জনে আপনে কে? আপনের কর্তব্য কি? আপনের তাপের কারণ কি? তবেই দুর্দিন যাইয়া সুদিন উদয় হইব।

- পরম দয়াল শ্রীশ্রীরামঠাকুর

শাস্ত্র বলছে “ ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্মফলং সংযোগে স্বভাবস্তু প্রবর্ততে”। শাস্ত্র বলছে “ ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্মফলং সংযোগে স্বভাবস্তু প্রবর্ততে”। Reviewed by srisriramthakurfbpage on March 13, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.