অদৃষ্ট
সংসার মায়াজালে মুগ্ধা হইয়াই বন্ধন করিতেছে।অদৃষ্টকে বলবান করিয়া সংসার যাত্রা নির্ব্বাহ করিতে হয়। (১/২১৬)
Satnarayan |
অদৃষ্ট চক্রে লোকের নানান অবস্থা ঘুরিতে থাকে,তাহাতেই পাপ তাপ সংঘটন হয়।(১/২৪০)
অদৃষ্টে যাহা দিবে তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা রাখাই ভাল। (১/২৬৫)
যাহা অদৃষ্টে আছে তাহা কেহই ছাড়াইতে পারে না, সকলই ভোগ নিয়া যাইতেছে। দেহের পরিপুষ্টি র জন্য চিকিৎসকের শরণ লইতে হয়; ভগবৎ চর্চ্চার জন্য চিকিৎসক যোগী হয় না,কেবল ভোগীর জন্যই হইয়া থাকে।(১/২৯৮)
অদৃষ্ট চক্রে জীবগন স্ব স্ব কর্মে ঘুরিয়া বেড়ায়,ভগবানের নিকট তাহার ভক্তিদেবীর আধিপত্যে অদৃষ্ট ভোগ করিয়া যায়। (১/৩০৬)
অদৃষ্টচক্রে নানান অবস্থায় ফেলিয়া কেবল জীবগনের কষ্ট দিয়া থাকে।তজ্জন্য ভয় করিতে হয় না।ভাগ্যে যাহা আছে তাহাই হইবে জানিয়া ধৈর্য্য ধরিয়া সর্ব্বদা ভগবানের নামে রুচি নিবার চেষ্টা করিতে হয়। (১/৩২৫)
( বেদবানী সাধ্য ও সাধন তত্ত্ব)
অদৃষ্ট চক্রে লোকের নানান অবস্থা ঘুরিতে থাকে,তাহাতেই পাপ তাপ সংঘটন হয়।(১/২৪০)
Reviewed by srisriramthakurfbpage
on
March 13, 2024
Rating:
No comments: