যেমন মায়ের শিশু সেবা করার মত।তিনি তার ভাল লাগা মন্দ লাগার দিকে তাকান না।ঠিক সেই ভাবে ভাল লাগুক না লাগুক সর্ব্বদা এই নাম করতে থাকবেন।তার ফল হয়,আস্তে আস্তে নামে রুচি আসে।
যেমন মায়ের শিশু সেবা করার মত।তিনি তার ভাল লাগা মন্দ লাগার দিকে তাকান না।ঠিক সেই ভাবে ভাল লাগুক না লাগুক সর্ব্বদা এই নাম করতে থাকবেন।তার ফল হয়,আস্তে আস্তে নামে রুচি আসে।
এই ভাল লাগে না অবস্থাটা পার হইয়া গিয়া ভাল লাগতে থাকে।তখন বলে নামে রুচি।রুচিটা যখন
পাকে তখন একটা তন্ময়তা আসে।এই তন্ময়তাটা যখন পাকে তখন ধ্যান হয়।সেই ধ্যানটাও যখন পাকে তখন সমাধি হইয়া যায় বা যোগ হইয়া যায়।যোগ মানে মিলন।মিলনটা কি?সাধারণ ভাবে দ্যেখেন—প্রথমে দেখা হয়,ভাব হয়,তারপরে মিলন হয়।নামকে সেই প্রীতির ভাবে ধরবেন।নামের সঙ্গে দেখা হইল,ভাব হইল।
যত ভাব করতে পারবেন তত তাহাকে কাছে পাইবেন।কাছে পাইতে পাইতে তখন শেষ অবস্থায় ঐ যোগ আসে।
No comments:
Post a Comment