প্রারব্দ অনুযায়ী ভগবান যাহা বিধান করিয়া আছেন তাহাই সময় সময় ঘটিবে, নামের আশ্রয়ে থাকিয়া ভোগের ভোগ কাটিয়া যাইবার জন্য অকাতরে ধৈর্য্যকে সঙ্গের সাথী করিয়া কর্তৃত্ব ত্যাগ করিয়া উপস্থিত কৃত কর্তব্য কর্ম সকল সততঃ নির্বাহ করিবার চেষ্টায় চেষ্টিত থাকিবেন। অচিরেই ভগবান আপনাকে উদ্ধার করিয়া লইবেন।
শ্রীনামেই আপনাকে একমাত্র শান্তির ব্যাবস্থা করিতে পারেন নয়তো আর কোন উপায় অবলম্বন নাই।
ভব জ্বালা হইতে উদ্ধারের একমাত্র ঔষধ মহৌষধ শ্রীনাম, কৃপা করো কৃপা করো করিলে কিছুই কৃপা হইবেনা, নাম করিলেই কৃপা আপনা আপনিই আইসা যাবে।
কৃপা শব্দের অর্থ---
কৃ=করা,
পা= পাওয়া।
কাজ করিলে যেরকম মজুরি পায় সেই রকম আর কী। মহানাম আশ্রয় করিয়া জীবের সকল দুঃখ দুর্দশার অন্ত হোক।
No comments:
Post a Comment