Sunday, 31 March 2024

সংসার মায়াময়, হিতাহিতের তরঙ্গ বুঝিয়া উঠা যায় না।

 জয় রাম 🙏🏼🙏🏼 জয় গোবিন্দ জয় গোপাল 🙏🏼🙏🏼 জয় শ্রী সত্যণারায়ন ঠাকুর তোমার শ্রী চরণ কমলে আমার শত কোটি প্রণাম জানাই 🙏🏼🙏🏼 ঠাকুর 🌹🌺🌹🌺🙏🏼 গুরু কৃপা হি কেবলম


সংসার মায়াময়, হিতাহিতের তরঙ্গ বুঝিয়া উঠা যায় না।এমতাবস্থায় ধৈর্য্য ধরিয়া থাকাই পরম পবিত্র এবং সুখী হইয়া থাকে। ভাল মন্দ, সৎ অসৎ বিচার করার ক্ষমতা জীবের নাই। সংসারে পিতা মাতা, পুত্র, কন্যা, স্ত্রী, ভ্রাতা, ভগ্নি ইষ্ট কুটুম্বরূপে নিত্য বিরাজ করেন। অতএব সকলের সঙ্গে প্রণয় প্রীতিলাভ না হইলে ভগবৎপদ পাওয়া যায় না। ভগবানকে লাভ করিতে না পারিলে সংসারের ভাগ্যফল শেষ করিবার কোন শক্তি নাই। এ জগতে সকলের ভালবাসা লাভ করিতে হইলে সকলের দোষ উপেক্ষা করিতে সহিষ্ণুতা আহরণ করিতে হয়। কাহারই কোন দোষ লইতে নাই। 🌻
( বেদবাণী-- ১ম খন্ড/২২৫ )

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.