"শান্ত হইলেই শান্তি পাওয়া যায় "
এক ভদ্রলোক আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার সম্মুখে উপবেশন করিলেন। কিছুক্ষন একদৃষ্টে ঠাকুরের দিকে তাকাইয়া রহিলেন, কোন কথাই বলিলেন না।
হঠাৎ এক সময় ঠাকুরকে জিজ্ঞেসা করিলেন : "শান্তি কিসে পাওয়া যায়, বলতে পারেন?
একজন সাধুর কথা- "সমুদ্র-শান্ত-কল্লোলে স্নাতুমিচ্ছন্তি বর্ব্বরা:।"
সমুদ্রের পারে দাঁড়াইয়া ঢেউ থামিবার আশায় অপেক্ষা করিয়া থাকিলে ইহজীবনেও আর স্নান করা হয় না। সংসার তরঙ্গও তদ্রূপই, ইহা কখনও থামিবে না, স্নান করতে হইলে এই তরঙ্গের মধ্যে হাবুডুবু খাইয়াই তাহা করিতে হইবে। তরঙ্গ শান্ত হইবে না, শান্ত নিজেকেই হইতে হইবে।
"শান্ত হইলেই শান্তি পাওয়া যায় "
Reviewed by srisriramthakurfbpage
on
March 19, 2024
Rating:
No comments: