দেখিলাম ঠাকুর স্থিরাসনে, দেহ জ্যোতির্ম্ময়, ঘরটী সৌরভে ভরা। আমি শ্রীপদে পতিত হওয়া মাত্র বলিতে লাগিলেন, ''আমিই সত্যনারায়ণ! আমিই সত্যনারায়ণ! শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না।"
''আমিই সত্যনারায়ণ! আমিই সত্যনারায়ণ!
শতধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না।" ঠাকুর তখন চৌমুহনীতে। তখন সাম্প্রদায়িকদাঙ্গাহাঙ্গামা চরিতেছে।
হঠাত একদিন শুনিলাম যে ঠাকুর ফেনীতে প্রমথদাদার বাসায় আসিয়াছেন।
ততক্ষনাত গিয়া ঠাকুর দর্শন করিয়া প্রনামকরিলাম। ঠাকুর তখনই বালিশের তলা হইতে
গোটাবারো টাকা লইয়া আমাকে দিয়া বলিলেন,
'এইটাকা দিয়া সত্যনারায়ণ পূজার আয়োজন করেন।
আজ সন্ধ্যায় আপনিই পূজা করবেন।'
শুনিয়া আমি তো অবাক! কেননা সন্ধ্যাপুজাদূরের
কথা, গায়ত্রী মন্ত্রও আমি ভাল করিয়াউচ্চারণ
করিতে পারি না। আমি কী পূজা করিব? তাছাড়াপন্ডিতপ্রবর শ্রীযুক্ত শরৎ কাব্যতীর্থ
মহাশয়ঠাকুরের নিকট বসিয়া আছেন। তাঁহাকে পূজার
ভারনা দিয়া আমাকে কেন পূজা করিতে বলিলেন
তাহারকারণ অনুধাবন করিতে পারিলাম না।ঠাকুরের আদেশানুযায়ী ঐদিন সন্ধ্যায় তাঁহার
আশীর্ব্বাদ লইয়া যে ঘরে ঠাকুরের শ্রীপট আছেসেখানে যাইয়া পূজায় বসিলাম, আঙ্গিনায়
কীর্ত্তনচরিতে লাগিল। কোন প্রকারে পূজা শেষ
করিলাম।বহু লোকের সমাগম হইয়াছিল, তাহারা প্রসাদ
পাইয়াচলিয়া গেল। তারপর ফুল চন্দন লইয়া ঠাকুরের
শ্রীদেহ পূজা করিবার মানসে ঠাকুরঘরে প্রবেশ
করিলাম। দেখিলাম ঠাকুর স্থিরাসনে, দেহ
জ্যোতির্ম্ময়, ঘরটী সৌরভে ভরা। আমি
শ্রীপদে
পতিত হওয়া মাত্র বলিতে লাগিলেন, ''আমিই
সত্যনারায়ণ! আমিই সত্যনারায়ণ! শত ধারালো
অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে
না।"
ঠাকুরের লীলা সম্পর্কে কিছু লিখা আমার সাধ্যাতীত। তাঁহার সন্নিধানে থাকিয়া দীর্ঘদিন
তাঁহার পদসেবা করিবার সৌভাগ্য আমার
হইয়াছিল। তাঁহার পদপ্রান্তে বসিয়া কত কথা শুনিয়াছি,
কত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়াছি, কত
আনন্দে
দিন কাটাইয়াছি। ইহা বুঝিয়াছি যে তাঁহার
সম্পর্কে কিছু লিখা আর না লিখা উভয়ই ভুল।
"শ্রীশ্রী ঠাকুরের সঙ্গে"
শ্রীতুলসীদাস গঙ্গোপাধ্যায়
শ্রীশ্রী রামঠাকুর আবির্ভাব শতবার্ষিকী
স্মারকগ্রন্থ
পৃষ্ঠা: ১৭২
.........................................................................................
please Subscribe Kid Educational video
দেখিলাম ঠাকুর স্থিরাসনে, দেহ জ্যোতির্ম্ময়, ঘরটী সৌরভে ভরা। আমি শ্রীপদে পতিত হওয়া মাত্র বলিতে লাগিলেন, ''আমিই সত্যনারায়ণ! আমিই সত্যনারায়ণ! শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না।"
Reviewed by srisriramthakurfbpage
on
April 10, 2024
Rating:
No comments: