ঠাকুর ,এভাবে আমাদের পতিতদের উদ্ধার করেছেন ।

 জয় রাম

ঠাকুর বললেন একটা ডিমের আকাঙ্ক্ষা ছিল। পূরণ করে দিলাম ।পুনর্জন্ম আর হবে না ।



ঠাকুর একদিন পাষদসহ বৈষ্ণবের গ্রামের রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। হঠাৎ তিনি এক বৈষ্ণব গৃহে প্রবেশ করলেন।
ঠাকুরের পাষদরা বললেন ঠাকুর উনারা বৈষ্ণব । উনারা সবাই প্রসাদী ভক্ত। ঠাকুর কোন কথা না বলে মৃত্যু পথযাত্রী গৃহস্বামী বৈষ্ণবের মাথাটা কোলে তুলে নিলেন। মাতাজিকে বললেন , আমাকে একটি ডিম সিদ্ধ করে এনে দিন ।
মাতাজি তাই করলেন।
শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব কে স্পর্শ করা মাত্রই বৈষ্ণব পূর্বের মতো স্বাভাবিক হয়ে গেলেন । সবাই খুশি বৈষ্ণব বেঁচে উঠলেন। ঠাকুর বৈষ্ণব কে সিদ্ধ ডিমটি খাইয়ে দিলেন । বৈষ্ণব পুনরায় মৃত্যুর কোলে ঢলে পড়ল ।
ঠাকুর বললেন একটা ডিমের আকাঙ্ক্ষা ছিল। পূরণ করে দিলাম ।পুনর্জন্ম আর হবে না ।
আরো একবার মৃত্যু পথযাত্রী নববধূকে নারিকেল খাইয়ে দিয়েছিলেন ।ঠাকুর বলেছিলেন নারিকেল খাওয়ার আকাঙ্ক্ষা ছিল। পূরণ করে দিলাম ,জন্ম আর হবে না, মুক্ত হয়ে গেল ।
এভাবে আমাদের পতিতদের উদ্ধার করেছেন ।
তাইতো তিনি পতিত পাবন।
জয় রাম ,কৃপা সিন্ধু, দয়া নিধি, দয়ার সাগর,
জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম
🙏🙏🙏
সবাইকে ভালো রেখো ঠাকুর
🙏🙏🙏🙏🙏
ঠাকুর ,এভাবে আমাদের পতিতদের উদ্ধার করেছেন । ঠাকুর ,এভাবে আমাদের পতিতদের উদ্ধার করেছেন । Reviewed by srisriramthakurfbpage on April 04, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.