Tuesday, 30 April 2024

একদিন ঠাকুর মহাপ্রভুর দীর্ঘদেহ টোটা গোপীনাথ এর সাথে শূন্যে বিলীন হওয়ার কাহিনী বর্ণনা করিলে ফণীবাবু তা বিশ্বাস করিতে চাহিলেন না। ঠাকুর বলিলেন "আমি বলছি, তবু বিশ্বাস কর না?"

 

একদিন ঠাকুর মহাপ্রভুর দীর্ঘদেহ টোটা গোপীনাথ এর সাথে শূন্যে বিলীন হওয়ার কাহিনী বর্ণনা করিলে ফণীবাবু তা বিশ্বাস করিতে চাহিলেন না।
ঠাকুর বলিলেন "আমি বলছি, তবু বিশ্বাস কর না?"








একদিন ঠাকুর মহাপ্রভুর দীর্ঘদেহ টোটা গোপীনাথ এর সাথে শূন্যে বিলীন হওয়ার কাহিনী বর্ণনা করিলে ফণীবাবু তা বিশ্বাস করিতে চাহিলেন না।
ঠাকুর বলিলেন "আমি বলছি, তবু বিশ্বাস কর না?"


ফণীবাবু ঠাকুর কে বলিলেন "যতক্ষণ না দেখি নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে"
ঠাকুর বলিলেন "এই রকম কথা বলতে সাহস পাইলা?"
ফণীবাবু ঠাকুর কে বলিলেন " সাহস না পেয়ে কি করি ঠাকুর। তুমি আমার গুরু। তোমার নিকট মিথ্যা বলিতে পারি না। তাই অকপটে সত্য কথা বলেছি। "
ঠাকুর বলিলেন " ভালই করছ, বলিয়াই ঠাকুর শূণ্যে বিলিন হইয়া গেলেন।"
ফণীবাবু চমকিত ও ভীত হইয়া চারিদিক তাকাইয়া ঠাকুরকে কোথাও দেখিতে পাইলেন না। চোখের সন্মুখে ঠাকুরকে শূণ্যে মিলিয়া যাইতে দেখায় ঊনার হৃৎকম্প উপস্থিত হইল। আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হায় হায় করিতে লাগিলেন। অনুশোচনায় দগ্ধ ফণীবাবু ক্রন্দন করিয়া কেন এমন নিষ্ঠুর কথা বলিলেন তাহা বলিতে লাগিলেন। চৈতন্যদেব বিলীন হইয়া যাইবার পর ফিরিয়া আসেন নাই। ঠাকুরের কথা কেন বিশ্বাস করিলেন না। এখন কি ঊনার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্যে মিলাইয়া গেলেন?
উচ্চৈঃস্বরে "ঠাকুর ঠাকুর" বলিয়া চীৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন "ঠাকুর তুমি ফিরে আস, ফিরে আস। আমাকে ক্ষমা করে ফিরে আস।........... "
এইভাবে ক্রন্দন করিতে করিতে জ্ঞান হারাইলেন। চৈতন্য ফিরিয়া পাইবার পর মনে হইল কে যেন মাথায় হাত বুলাইতেছে। মাথা উঠাইয়া দেখেন ঠাকুর হাত বুলাইতেছেন। অমনি উঠিয়া ঠাকুর কে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন.........।।।
জয় রাম জয় রাম

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.