নাম সম্বদ্ধে শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়, স্মরণিকা @srisrisatyanarayannamo

"ঐ আশ্রমে (শ্রীশ্রী কৈবল্যধাম) আমার প্রাণ
রহিয়াছে জানিবেন । যাহাতে ঐ আশ্রমের নিয়মিত সেবা ও যাহারা ওখানে উপস্থিত থাকিবেন তাহাদের যেন কোনরূপ অভাব না হয় ।
--------ঃশ্রীশ্রী রামঠাকুরঃ--------
"নবমী দিন রাত্রিতে শ্রী ঠাকুর আমার ঠাকুরভাই মনিন্দ্রের হাতে শ্রীহস্তে লিখিত একখানা কাগজ দিয়া বলিলেন , এই লিপিকাখানা নিয়া আজ ভোররাতের ট্রেনে কৈবল্যধাম ( চট্টগ্রাম ) গিয়া ভক্ত সম্মেলনে হরিবাবুর ( শ্রীমৎ হরিপদ বন্দোপাধ্যায় )নিকট দিয়া এইখান পাঠ কইরা শুনাইতে বলবেন ।
ঐ লিপিকায় শ্রী ঠাকুর যাহা লিখিয়াছিলেন ,
তাহা উদ্ধৃত করিয়া দিলাম ।
" ঐ আশ্রমেই ( কৈবল্যধাম ) আমার প্রাণ ।
প্রাণেরই ঈশ্বর সম্পদ ভগবানের স্বরূপশক্তি শ্রীগুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি ,
তাহা স্বজন স্বগন সহকারে সমস্ত ত্রিলোকাদি বৈকুন্ঠ কৈলাসের আদর্শ নিয়া , গয়া প্রভৃতি পুরুষোত্তমীয় শ্রীবৃন্দাবন প্রভৃতি যাবতীয় অধিষ্ঠানীয় সময় বিশুদ্ধ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন ।
কৈবল্যশক্তিতে সিংহবাহিনী প্রভৃতি মহাদেবীর যত রকম বিভূতি আছে , সাবিত্রী সমস্ত শক্তি বিস্তাররূপে বিরাজমান রহিয়াছেন । ঐ স্থানচু্য়ত হইয়া এক্পদও কোথায় যান না । গয়া প্রভৃতি বিষ্ণুপদাদিতে পিণ্ডদানে গঙ্গা প্রভৃতি সমস্ত তীর্থ স্নানোৎসবাদিতে যে সকল ফলশ্রুতি আছে , তাহার সমস্ত ফল , ওখানে বাস অবগাহন পিণ্ডাদি দানে কি শুশ্রূষাদি দ্বারা ফলবতী হইবে । আপনরা এই বাক্য বিশ্বাস করিয়া অনন্যা মনে ভ্রমশূন্য হইয়া এই কৈবল্যসম্ভারের নিত্য শুশ্রূষা করিয়া ধন্য হউন। ঐ আশ্রমে আমার প্রাণ রহিয়াছে জানিবেন ।
যাহাতে ঐ আশ্রমের নিয়মিত সেবা ও যাহারা ওখানে উপস্থিত থাকিবেন তাহাদের যেন কোনরূপ অভাব না হয় , ইহাই আপনাদের উপর ভার দিয়া আপনাদের কৃপাপ্রার্থী হইয়াছি । কালে কোন মহাজন দ্বারা ঐ আশ্রম মাহাত্ম্য প্রকাশ হইয়া ত্রিলোক ধ্বনিত হইবে "।।
এই আশীর্বাদীয় লিপিকাখানি লইয়া ভ্রাতা মণীন্দ্র মালাকার ঐদিন ভোর রাত্রির ট্রেনে যাইয়া ১০ টার সময় কৈবল্যধাম প্রাঙ্গণে সমবেত গুরুভ্রাতা-ভগিনীদের সম্মেলনে মোহন্ত মহারাজ হরিপদ বন্দোপাধ্যায়ের হাতে দিয়া সকলকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন এবং ইহা শ্রীঠাকুরের আদেশ বলিয়া জ্ঞাপন করিলেন । ঠাকুরভাই মণীন্দ্র ঐদিন আসাম মেইলে বাড়ি আসিয়া শ্রীঠাকুর প্রণাম করিয়া লিপিকা ভক্তসম্মেলনে মোহন্ত মহারাজ হরিপদ বন্দোপাধ্যায়ের নিকট দিয়াছেন এবং তিনি উচ্চ কণ্ঠে লিপিকা পাঠ করিয়া সকলকে শুনাইছে।
নাম সম্বদ্ধে শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়, স্মরণিকা @srisrisatyanarayannamo নাম সম্বদ্ধে শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়, স্মরণিকা @srisrisatyanarayannamo Reviewed by srisriramthakurfbpage on April 30, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.