"ঐ আশ্রমে (শ্রীশ্রী কৈবল্যধাম) আমার প্রাণ
রহিয়াছে জানিবেন । যাহাতে ঐ আশ্রমের নিয়মিত সেবা ও যাহারা ওখানে উপস্থিত থাকিবেন তাহাদের যেন কোনরূপ অভাব না হয় ।
--------ঃশ্রীশ্রী রামঠাকুরঃ--------
"নবমী দিন রাত্রিতে শ্রী ঠাকুর আমার ঠাকুরভাই মনিন্দ্রের হাতে শ্রীহস্তে লিখিত একখানা কাগজ দিয়া বলিলেন , এই লিপিকাখানা নিয়া আজ ভোররাতের ট্রেনে কৈবল্যধাম ( চট্টগ্রাম ) গিয়া ভক্ত সম্মেলনে হরিবাবুর ( শ্রীমৎ হরিপদ বন্দোপাধ্যায় )নিকট দিয়া এইখান পাঠ কইরা শুনাইতে বলবেন ।
ঐ লিপিকায় শ্রী ঠাকুর যাহা লিখিয়াছিলেন ,
তাহা উদ্ধৃত করিয়া দিলাম ।
" ঐ আশ্রমেই ( কৈবল্যধাম ) আমার প্রাণ ।
প্রাণেরই ঈশ্বর সম্পদ ভগবানের স্বরূপশক্তি শ্রীগুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি ,
তাহা স্বজন স্বগন সহকারে সমস্ত ত্রিলোকাদি বৈকুন্ঠ কৈলাসের আদর্শ নিয়া , গয়া প্রভৃতি পুরুষোত্তমীয় শ্রীবৃন্দাবন প্রভৃতি যাবতীয় অধিষ্ঠানীয় সময় বিশুদ্ধ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন ।
কৈবল্যশক্তিতে সিংহবাহিনী প্রভৃতি মহাদেবীর যত রকম বিভূতি আছে , সাবিত্রী সমস্ত শক্তি বিস্তাররূপে বিরাজমান রহিয়াছেন । ঐ স্থানচু্য়ত হইয়া এক্পদও কোথায় যান না । গয়া প্রভৃতি বিষ্ণুপদাদিতে পিণ্ডদানে গঙ্গা প্রভৃতি সমস্ত তীর্থ স্নানোৎসবাদিতে যে সকল ফলশ্রুতি আছে , তাহার সমস্ত ফল , ওখানে বাস অবগাহন পিণ্ডাদি দানে কি শুশ্রূষাদি দ্বারা ফলবতী হইবে । আপনরা এই বাক্য বিশ্বাস করিয়া অনন্যা মনে ভ্রমশূন্য হইয়া এই কৈবল্যসম্ভারের নিত্য শুশ্রূষা করিয়া ধন্য হউন। ঐ আশ্রমে আমার প্রাণ রহিয়াছে জানিবেন ।
যাহাতে ঐ আশ্রমের নিয়মিত সেবা ও যাহারা ওখানে উপস্থিত থাকিবেন তাহাদের যেন কোনরূপ অভাব না হয় , ইহাই আপনাদের উপর ভার দিয়া আপনাদের কৃপাপ্রার্থী হইয়াছি । কালে কোন মহাজন দ্বারা ঐ আশ্রম মাহাত্ম্য প্রকাশ হইয়া ত্রিলোক ধ্বনিত হইবে "।।
নাম সম্বদ্ধে শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়, স্মরণিকা @srisrisatyanarayannamo
Reviewed by srisriramthakurfbpage
on
April 30, 2024
Rating:
No comments: