১৯৩৯/'৪০ ইং সনে প্রথম শ্রীশ্রীঠাকুরের দর্শন পাই।শ্রীশ্রীঠাকুর আসাম হইতে ফেণী যাইতেছিলেন।ইহা শুনিয়া ভক্তগণ শ্রীশ্রীঠাকুর দর্শনের আশায় কুমিল্লা স্টেশনে অপেক্ষা করিতেছিলেন।আমিও ঐদিন বিশেষ কারণবশত লাকসাম যাইবার উদ্দেশ্যে কুমিল্লা
স্টেশনে আসিয়াছিলাম।স্টেশনে আসিয়া জানিতে পারিলাম শ্রীশ্রীঠাকুর আসাম হইতে ফেণী যাইতেছেন।কিছুক্ষন পর গাড়ি কুমিল্লা স্টেশনে আসিয়া থামিল।উপস্থিত ভক্তগণ তাড়াতাড়ি একে একে গাড়িতে উঠিতে আরম্ভ করিলেন।আমিও তাঁহাদের সঙ্গে গাড়িতে উঠিয়া সম্মুখ দিকে অগ্রসর হইয়া শ্রীশ্রীঠাকুরকে শ্রীশ্রীসত্যনারায়ণরুপে দর্শন পাইয়া তৎক্ষনাৎ তাঁহার রাতুল চরণে লুটাইয়া পড়িলাম এবং প্রণাম করিয়া এক পার্শ্বে বসিয়া পড়িলাম।
শ্রীশ্রীঠাকুর কাহারও সহিত কোনপ্রকার কথা বলিতেছেন না।তিনি এক দৃষ্টে আমার পানে চাহিয়া রহিলেন।
উপস্থিত ভক্তগণ একে একে প্রণাম করিয়া গাড়ি হইতে নামিয়া পড়িলেন।আমি এবং ঁধীরেন্দ্রচন্দ্র মজুমদার (উকিল) মহাশয় শ্রীশ্রীঠাকুরের সম্মুখে বসিয়া রহিলাম।
গাড়ি ছাড়িয়া দিল।ধীরেনবাবু আমাকে আস্তে আস্তে বলিতে লাগিলেন,আপনি শ্রীশ্রীঠাকুর হইতে পূর্বে নাম পাইয়াছেন ত?নাম না পাইয়া থাকিলে ঠাকুর হইতে নাম নিন।
ঐ সময় আমি নাম লই নাই।শ্রীশ্রীঠাকুর আমাদের সহিত কোনপ্রকার কথা বলিতেছেন না।গাড়ি লাকসাম স্টেশনে পৌঁছিলে আমি ঠাকুরকে প্রণাম করিয়া গাড়ি হইতে নামিয়া পড়িলাম।
No comments: