ঠাকুর যখন আমাদের ৫০/বি ঈশ্বর গাঙ্গুলী লেনের বাড়িতে, ঠাকুর একবার আমাকে উপদেশ ছলে বলেছিলেন, মায়ের আশীর্বাদে সন্তানের মঙ্গল হয়।'

 ঠাকুর যখন আমাদের ৫০/বি ঈশ্বর গাঙ্গুলী লেনের বাড়িতে, ঠাকুর একবার আমাকে উপদেশ ছলে বলেছিলেন, মায়ের আশীর্বাদে সন্তানের মঙ্গল হয়।'



এই আদেশ বাণী শোনার পর আমার মা যতদিন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত বাইরে যাবার সময় মাকে প্রদক্ষিণ ও প্রণাম করে বাইরে যেতাম। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি মানসিক শান্তিলাভ করেছিলাম। এ বিশ্বাস আমার মনে দৃঢ় হয়ে আছে যে, কোন সন্তান যদি মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং মায়ের স্নেহ ভালবাসা পরিপূর্ণরূপে লাভ করে, সে তার ইহজীবনে শান্তিলাভ করবেই। শ্রীশ্রীঠাকুরও তাঁর মায়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল ও কর্তব্যপরায়ণ ছিলেন। স্বহস্তে মায়ের সেবা করতেন। ঠাকুর একবার মা'কে বলেছিলেন, আপনার প্রসাদ মনোরঞ্জনের জন্য রাইখ্যা দিবেন। মা'র প্রসাদে সন্তানের আয়ু বৃদ্ধি হয়।'
কৃপাসিন্ধু রামঠাকুর
মনোরঞ্জন মুখোপাধ্যায়
........................................................................................................................................................................ ............................................................................................................................................................................ ............................................................................................................................................................................ .........................................................................................................................................................................
ঠাকুর যখন আমাদের ৫০/বি ঈশ্বর গাঙ্গুলী লেনের বাড়িতে, ঠাকুর একবার আমাকে উপদেশ ছলে বলেছিলেন, মায়ের আশীর্বাদে সন্তানের মঙ্গল হয়।'  ঠাকুর যখন আমাদের ৫০/বি ঈশ্বর গাঙ্গুলী লেনের      বাড়িতে,   ঠাকুর একবার আমাকে উপদেশ ছলে বলেছিলেন, মায়ের আশীর্বাদে সন্তানের মঙ্গল হয়।' Reviewed by srisriramthakurfbpage on April 08, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.